কিসের গর্ব, চারদিনের এই জীবনে একদিন শুন্য হাতে, খালি পায়ে পৌঁছে যাবো মৃত্যুর কাছে।
দামি বাড়ি, গাড়ি, বিলাসবহুল বিয়ে দেখিয়ে কাকে আমরা খুশি করছি?
বিলাসিতার প্রবণতা কাছে আমরা আমাদের ভেতরের মনুষ্যত্ববোধ হারাচ্ছি।কাছের মানুষ গুলোকে আমরা সঠিক মূল্য দিইনা।অপরকে ঠকিয়ে নিজের স্বার্থসিদ্ধ করতে আমরা ব্যস্ত থাকি সারাক্ষণ,,,আমরা ভুলেই যাই যে এইসব মাত্র কয়েকদিন বা কয়েক মুহুর্তের জন্য সিমাবদ্ধ।মুহুর্তের মধ্যে সব হারিয়ে যাবে আমাদের কিছুর করার থাকবেনা।
কিন্তুু আপনজনদের মায়া-মমতা,ভালোবাসা চিরকাল থাকবে।পরিবার-ও কাছের মানুষকে সময় দিন।আখিরাতের জন্যও ভাবুন।আমরা কেউই কোনো সম্পত্তির মালিক নই, কেবল কিছু কাগজপত্রে অস্থায়ীরূপে আমাদের নাম লেখা থাকে।
যখন আমরা বলি "এই জায়গার মালিক আমি"সৃস্টিকর্তা তখন হয়তো ব্যাঙ্গো হাসি হাসেন।কারো সুন্দর গাড়ী, বাহারী পোশাক দেখে তার উপর বিচার করবেন না।
অহংকার থেকে দুরে থাকুন,কেনো না এই অহংকার একদিন আপনাকে শেষ করে দিবে!
মানুষকে অমূল্যায়ন নয়,মূল্যায়ন করুন, কেননা
মানুষ মানুষেরেই জন্য, ক্ষমা করা সৃষ্টির সেরা লক্ষন,কারো খারাপ দিক টা না দেখে ভালো দিক টা দেখার দৃষ্টি ভঙ্গি রাখুন,কারন খারাপ এর পিছনে ভালো,আর ভালো পিছনে খারাপ থাকে।
ধনী হওয়া অপরাধ নয়,
কিন্তু
কেবল শুধুমাত্র অর্থের জন্যই ধনী হওয়া অপরাধ।
অহংকার মানুষকে পশুর মতো বানিয়ে ফেলে। এই সমাজে অহংকারি মানুষকে দেখতে পারে না, কারন অহংকারি মানুষের গরিবদের নিয়ে কোনো মায়া নেই। আমাদের সকলকে অহংকার থেকে দুরে থাকতে হবে। কেননা এর ফল খুবই খারাপ হতে পারে।