আত্না শব্দে অর্থ হচ্ছে নিজ.......আর সম্মান তো সম্মানই, সুতরাং অর্থগত দিক দিয়ে আত্মসম্মান শব্দে অর্থ হচ্ছে নিজের সম্মান। মানুষ পৃথিবীতে সুষ্ঠু ধারা জীবনযাপন ও সবার কাছে গ্রহণযোগ্য হিসেবে গড়া তুলার জন্য আত্মসম্মানের কোন বিকল্প নাই।
যে ব্যক্তি আত্মসম্মান কে গুরুত্বপূর্ণ না দিয়ে সমাজ কিংবা রাষ্ট্রের মধ্যে দাপটের সহিত জীবন যাপন করতে চাই, সেই সবার কাছে ঘৃণিত এমকি মৃত্যু পরের তাহকে মানুষ মনে রাখেনা।একজন আত্মসম্মান বোধ মানুষ হওয়ার জন্য আমি মনেকরি তার পরিবার সবচেয়ে বেশি অগ্রণী ভুমিকা পালনা করতে পারে।
আমরা সামাজিক বিজ্ঞান পাঠ করলে জানতে পারি একটি সন্তানে আদি শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে পরিবার, যে খান থেকে মানুষ তার জীবনের প্রথম ধাপের শিক্ষাটা গ্রহণ করে, যেমন ভাষা, ব্যবহার,আচার-আচরণ, ভক্তি,চরিত্র গঠন, সর্বোপরি আত্মসম্মান। একজন শিশুর শিশুকাল থেকে যদি আত্মসম্মান শিক্ষা নিয়ে জীবনে বড় হতে থাকে তাহলে ঐ শিশু বড় হয়ে আত্মসম্মান নিয়ে প্রতিষ্টিত হবে।
একদম ঠিক বলছেন। আমরা সবাই চেষ্টা করবো নিজ আত্মসম্মান বজায় রাখতে। ধন্যবাদ আপনাকে। পৃথিবীতে বেঁচে থাকতে হলে আত্মসম্মান টা খুব প্রয়োজন। যার আত্মসম্মান নেই সে মানুষ হিসেবে গণ্য না।