শহীদ দিবস ও একুশের চেতনা।

0 10
Avatar for Minarmahamud
3 years ago

সূচনা: একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে চেতনার এক অগ্নিমশাল।ভাষা আন্দোলনের অমর সৃতি বিজড়িত এই শহীদ দিবস বাঙালির স্বাধীনতা সংগ্রামের বীজ বপনের দিন।

পটভূমি: ভাষা আন্দোলনের সূচনা ১৯৫২ সালের আগেই। ১৯৪৭ সালে সাম্প্রদায়িকতা কৃত্রিম রাষ্ট্র পাকিস্তানের জন্মের সময়ে এর শাসন দখল করে পশ্চিম পাকিস্তানি অবাঙালি শাসকগোষ্ঠী। ১৯৫২ সালে পাকিস্তানের কুখ্যাত সরকার উর্দুকে রাষ্ট্র ভাষা ঘোষণা দিল।পূর্ববাংলার জনগণ তা মেনে নিল না।বাংলাকে রাষ্ট্র ভাষা করার দাবিতে শুরু হলো তীব্র গণ আন্দোলন।পুলিশ মিছিলে গুলি চালালো নির্বিচারে। তাতে শহীদ হলো সালাম,বরকত,রফিক,জব্বার নাম না জানা অনেক ছাত্র। শহীদের রক্তের প্রেরণায় সে আন্দোলন অারও দুর্বার হয়ে উঠলো।অবশেষে আমরা বাংলাকে রাষ্ট্রভাষা করতে পেরেছি।

শহীদ দিবসের তাৎপর্য : আমাদের জাতীয় জীবনে আন্দোলন মুখর এ দিনটি অসাধারণ তাৎপর্যপূর্ণ।বুকের রক্ত ঝরা ঐ আন্দোলনের ভেতর দিয়ে অর্জিত হয়েছে বাঙালির ভাষা ও সংস্কৃতির অধিকার।তা অামাদের স্বাধীনতা সংগ্রামের দুর্বার প্রেরণা হিসেবে কাজ করেছে।

শহীদ দিবস স্বীকৃতি : একুশে ফেব্রুয়ারি মহান গুরুত্ব ও তাৎপর্যের প্রেক্ষাপটে ১৯৯৯ সালের ১৭ ই নভেম্বর এই দিনটিকে ইউনেস্কো দিয়েছে আনতর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি।

উপসংহার :১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মায়ের ভাষার জন্য অানতত্যাগ পৃথিবীর ইতিহাসে এক অনন্য ঘটনা।এ দিনের মহান অাতনত্যাগ ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে বাঙালি তার স্বদেশের দিকে তাকিয়েছে।

1
$ 0.00
Avatar for Minarmahamud
3 years ago

Comments