রোজা ধরেছে

7 21
Avatar for Mim11
Written by
4 years ago

★★ গল্পঃ রোজা ধরেছে

সকাল,সকাল নিশির ফোনে ঘুম থেকে জেগে উঠলাম। ফোন রিসিভ করলামঃ

- হ্যালো!

- বাবু আমাকে রোজা ধরছে।

- আরে এইরকম চিৎকার করছো কেন? রোজা ধরছে মানে? এতো সকালে রোজা ধরলে হয়? এখনওতো সারাদিন পড়ে আছে।

- আমি তোমাকে এখন বুঝাতে পারবোনা তুমি তারাতারি আসো আমাকে রোজা ধরছে। অনেক কষ্টে ফোন দিয়ে তোমাকে জানালাম।

- আমি এসে কি করবো? আর এতো গরমে রোজা রেখে জার্নি করে আসা সম্ভব নাকি? বেশি জার্নি করে ক্লান্ত হলেতো আমাকেও রোজা ধরবে। আর শুনো, এখন যথেষ্ট বড় হয়েছো ছোটদের মতো রোজা ধরছে,রোজা ধরছে বলে ভেঙে ফেললে মোটেও চলবেনা কিন্তু।

- তুমি এখনি আসো নাহলে আর কোনদিন আমার সাথে কথা বলতে পারবেনা।

. এই গরমের মধ্যে এতোদূর যাওয়া অসম্ভব। আমি আবার ঘুম দিয়ে দুপুরে উঠলাম। দুপুরে নিশির ফোনে ফোন দিয়ে দেখি ও ফোন তুলছেনা। উফ, এখনতো যেতেই হবে নয়তো আবার রেগে থাকবে। কিন্তু আমার এতো দূর যাওয়ার গাড়ি ভাড়াওতো নাই।

. ছোট বোনের কাছে গেলাম। ছোট বোন আমাকে দেখে বলেঃ

- কিছু বলবি ভাইয়া?

- আরে বলিসনা! মহল্লায় জাল টাকার বন্যা বয়েছে। সবার কাছ থেকেই জাল টাকা পাওয়া যাচ্ছে। আমার দুইটা ৫০০টাকার নোট ছ্যাঁক করে দেখি জাল। তোর টাকা থাকলে দেখাতো জাল টাকা কিনা দেখি।

- কি বলিস ভাইয়া? এই নে, আমার কাছে এই একহাজার টাকা আছে। টাকাটা ঠিক আছে কিনা

বোনের টাকাটা হাতে নিয়ে উসাইন বোল্টের দৌড় লাগিয়ে ঘর থেকে বেরিয়ে আসলাম।

. নিশিদের বাসায় এসে ওর ছোট ভাইয়ের কাছ থেকে জানতে পারিযে নিশি মেডিকেল। আজিবতো! রোজা ধরার কারণেই মেডিকেল। তারাতারি মেডিকেলে গিয়ে নিশির সামনে যাই আমি। নিশি আমাকে দেখে অনেকরকম চাইনিজ কথা বললো যা এইখানে বলা সম্ভব না। নিশির মুখে আমি কালো কালি দেখতে পেলাম।

নিশির বান্ধবীর কাছ থেকে ঘটনাটা বিস্তারিত জানতে পারি। নিশির কলেজ আমাদের এলাকার পাশেই, ও কলেজ থেকে আসার সময় কলেজের পাশের এক রোজা নামের পাগলি নিশিকে ধরে। ওই পাগলিটা নাকি নিশিকে ওর মতো বানাতে চেয়েছে তাই নিশির মুখে কালি মেখে ও নিশির চুল কেটে দিয়েছি। আমার বাসা পাশে হওয়ায় নিশি আমাকে ফোন করে রোজা ধরেছে বলেছিলো। কিন্তু কেউ ওকে সাহায্য করতে না আসায় ওর এই অবস্থা। ওই রোজা নামের পাগলিটা নিশিকে কামড় দিয়েছে তাই নিশি এখন মেডিকেলে ভর্তি আছে।

---------------------------------- [[প্রিয় পাঠক, গল্পটি কেমন লাগলো, ভালো/মন্দ তো কমেন্টস করে জানাতে হবে তাইনা?

না জানালে তো ভালো কিছু লেখার উৎসাহ পাইনা। কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন।

আপনাদের প্রতিটি কমেন্টস আমার আপনাদের জন্য লেখার এক একটি অনুপ্রেরণা।

গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন। ধন্যবাদ।]]♥...

4
$ 0.00
Avatar for Mim11
Written by
4 years ago

Comments

Nice

$ 0.00
4 years ago

sundor story

$ 0.00
4 years ago

Nice story

$ 0.00
4 years ago

অনেক সুন্দরহইছে

$ 0.00
4 years ago

Good,, nice

$ 0.00
4 years ago

nice

$ 0.00
4 years ago

Apnaky onak donnobad

$ 0.00
4 years ago