আজ আমি যে বিষয়ে কথা বলবো সেটা হল করনার জন্য শিক্ষা ব্যবস্থার পরিস্থিতি....
করনা বর্তমানে
পৃথিবীর সবকয়টি দেশকে কাবু করে রেখেছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম।।।করনার জন্য বাংলাদেশ অনেক সমস্যার সম্মুখিন হতে হয়েছে।।।কিন্তু আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হতে থাকলেও শিক্ষার ক্ষেত্রে একই জায়গায় দাড়িয়ে আছে।।।সরকার শিক্ষাকে এগিয়ে নিতে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে কিন্তু আমাদের দেশের অনেক শিক্ষাথী এর সুবিধা পাচ্ছে না...এর কারন হতে পারে শিক্ষাথী দের অগ্যতা অথবা তাদের দারিদ্রতা।।।।
সবথেকে বেশি ক্ষতির সম্মুখিন এই শিক্ষাথীরা।।।আমাদের দেশে শিক্ষাথীরা এই করনার জন্য অনেক পিছিয়ে গেলো যা পুসিয়ে নিতে অনেক সময় লাগবে... আশা করি বাংলাদেশ সরকার তার প্রচেষ্টায় এই সময় টাকে শিক্ষাথীদের হাতের দোর গোড়ায় এনে দেবে.... ঈশ্বর যেন বাংলাদেশকে এই করনা মোকাবেলায় সাহায্য করে এবং বাংলাদেশকে একটি আর্দশ্য উচ্চ শিক্ষিত রাষ্ট্র হিসিবে দার করাতে সাহায্য করে
জয় বাংলা
বাংলাদেশ দীর্ঘজীবি হোক...
#আমার কোন ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টি তে দেখবেন।
ধন্যবাদ সবাইকে।।।
Informative