জ্ঞান

0 1
Avatar for MeriMoon
3 years ago

জ্ঞান যে বাহুতে বল দেয় জ্ঞানের তার শ্রেষ্ঠ ফল নয় ।জ্ঞানের চরম ফল যে তা চোখে আলো দেয় ।জনসাধারণের চোখেজ্ঞানের আলো আনতে হবে যাতে মানুষের সভ্যতার যা সব অমূল্য সৃষ্টি তার জ্ঞান-বিজ্ঞান তার কাব্যকলা তার মূল্য জানতে পারে জনসাধারণ যে বঞ্চিত ।সে কেবল অন্য থেকে বঞ্চিত বলে নয় তার পরম দুর্ভাগ্য যে সভ্যতার এসব অমৃত থেকে সে বঞ্চিত ।জনসাধারণকে যে শেখাবে একমাত্র অন্ন ই লক্ষ্য মনে সে তার হিতৈষী হলেও কাজে তার স্থান জনসাধারণের বন্ঞকের দলে। যেসব দেশে আজ জনগণ মাথা তুলেছে জনসাধারণের মধ্যে শিক্ষার প্রসারে তা সম্ভব হয়েছে এর কারণ কেবল এ নয় যে শিক্ষার গুনে পৃথিবীর হালচাল বুঝতে পেরে জনসাধারণ জীবন যুদ্ধে জয়ের কৌশল করেছে এর একটি প্রধান কারণ সংখ্যার অনুপাতে জনসাধারণের সমাজে শক্তি লাভের যা প্রধান বাধা অর্থাৎ সভ্যতা বিনাশের আশঙ্কা শিক্ষিত জনসাধারণের বিরূদ্ধে সে বাধার ভিত্তি ক্রমশ দুর্বল হয়ে আসে জ্ঞান শুধু মেধাকে বিকশিত করে না সে সঙ্গে সঙ্গে মানুষের বিবেক কে জাগ্রত করে যে বিবেক স্রষ্টাপ্রদত্ত তাকে মহৎ করে তোলে ।

2
$ 0.00

Comments