দুধ কলার সমৃদ্ধ সোনার খাঁচা অপেক্ষা ঝঞ্জা বিক্ষুব্ধ অজানা আকাশ পাখির অনেক প্রিয় ।

0 18
Avatar for MeriMoon
3 years ago

পৃথিবীর প্রত্যেক প্রাণীই জন্মগতভাবে স্বাধীন ।আর তাই স্বাধীনতার সকলের এত প্রিয় ।কাজেই পরাধীনতার শিকল কেউ পড়তে চায় না দুর্বার গতিতে এই শিকল ভেঙ্গে ফেলার মধ্যে সকল জীবই খুঁজে পাই পরমানন্দ সুতরাং পরাধীনতা প্রকারান্তরে মৃত্যুর সমতূল্য ।

প্রকৃতির উদার জমিন আর মুক্ত আকাশ পাখিকে যে আনন্দ দেয়, পক্ষান্তরে সোনার খাঁচায় দুধ কলায় তা সম্ভব নয় । তাই পাখির কাছে সোনার খাঁচা টি যতই দামি হোক তা তুচ্ছ । অন্যদিকে অজানা অপরিসীম আকাশ ধড়ের প্রবল তান্ডব সত্বেও পাখির পরম প্রিয়। কেননা পাখি এখানেই খুঁজে পাই মুক্ত জীবনের অনন্য স্বাদ পরম আনন্দ । মানবজীবনের রয়েছে মুক্ত বিহঙ্গের মত সেই স্বাধীনতা উপভোগ করার তীব্র বাসনা ।তাইতো মানুষ পরাধীনতার জালকে ছিন্ন করে স্বাধীনতার সুখ স্বর্গ গড়ে তুলতে চাই এ মাটির পৃথিবীতে । সুতরাং পরাধীনতা মানব জীবনের এক চরম কলঙ্কময় অধ্যায় । মানুষ তাই প্রাণের বিনিময়ে তার প্রিয় স্বাধীনতা পেতে চায় । আর মানব হৃদয় থেকে যেন সে কথার প্রতিধ্বনি ভেসে আসে স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় ? প্রকৃতপক্ষে পরাধীনতা মানুষের মুক্ত জীবন মু্ক্তচিন্তা তথা মনুষত্ব কে ধ্বংস করে দিতে পারে। তাই পরাধীনতার নাগপাশ থেকে মানুষ বের চাই ।মানুষের কাছে ঐশ্বর্যময় পরাধীন জীবন থেকে যন্ত্রণাময় স্বাধীন জীবনী শ্রেয় বলে _সে ক্ষনিকের স্বাধীনতাটুকু যথাযথভাবে উপভোগ করতে চাই। মানুষেরে বৈশিষ্ট্যই কালে কালে পরাধীনতার কবল থেকে মুক্ত হওয়ার জন্য যুদ্ধ করেছে প্রাণ দিয়েছে কখনোবা দেশ ছাড়তে বাধ্য হয়েছে । পৃথিবীতে এধরনের অনেক দৃষ্টান্ত রয়েছে এক্ষেত্রে ভারতীয় উপমহাদেশে বাংলাদেশের মানুষ পৃথিবীতে অনন্য নজির সৃষ্টি করেছে । প্রাই দুশ বছরের ব্রিটিশ শাসন 24 বছরের পাকিস্তানি পরাধীনতার গ্লানি মুছে ফেলে স্বাধীনতা অর্জন করেছে । লক্ষ শহীদের আত্মার বিনিময় আর অসংখ্য মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে পাওয়া আমাদের এই প্রিয় স্বাধীনতা সুতরাং যে কোন মানুষের জন্য স্বাধীনতায় এক পরম প্রত্যাশিত পবিত্র ধন । আর এ ধন অর্জনে আত্মহুতি দিতেও মানুষ কুণ্ঠিত হয় না ।কারণ স্বাধীনতায় প্রকৃত জীবন ।

সকলেই চাই মুক্ত আর স্বাধীনভাবে বেঁচে থাকতে। বন্দিজীবন কারো প্রত্যাশা নয় বলেই পরাধীনতার শিকল ভাঙতে সকলের এত ব্যাকুলতা ।

1
$ 0.00
Avatar for MeriMoon
3 years ago

Comments