Taking truth

0 15
Avatar for Mehjabin94
4 years ago

ছোট বেলা থেকে তোতাপাখির মতো মুখস্থ করে আসছি আল্লাহ এক ও অদ্বিতীয়। তাঁর কোনো শরীক নাই।আল্লাহ আমাদের রিজিকদাতা ইত্যাদি।কিন্তু কথা হলো আমরা কতটা মানি?! এইযে ধরেন, আল্লাহ যে আমাদের রিজিকদাতা এটা আমরা সবাই জানি কিন্তু মনেপ্রাণে বিশ্বাস করি তো?! যেমন-কেউ যদি প্রশ্ন করে তোমার এই জামাটা কে দিসে? আমরা উত্তর দেই, মা/বাবা/বা যে দিয়েসে সে।কিন্তু একবারো বলি না জামাটা আল্লাহ দিসে! আবার ধরুন কেউ জিজ্ঞাসা করলো, তোমাদের খাবার দেয় কে? আমরা নিঃসন্দেহে বলি মা দেয়।কই একবারো বলি না তো আল্লাহ দেয়!আবার কেউ বল্ল তোমাদের সংসার চলে কিভাবে ? আমরা বলি বাবার ইনকামে! একবারো বলি না আল্লাহ আমাদের কে চালায়!! তাহলে আল্লাহ যে রিজিকদাতা!এটা স্বীকার করলাম কই? ^_^ আমরা তো শরীক করে ফেললাম! 😳 আমাদের একীন নাই ,এখলাস নাই। অথচ যে ব্যক্তি একীন ও এখলাসের সাথে একবার কলেমা পড়ে আল্লাহ তার পেছনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানআল্লাহ ❤️ আমরা সবাই অনেক নামাজ পড়ি কিন্তু আপনার ভিতরে যদি একীন ই না থাকে তাহলে এই নামাজ কি আদৌ আপনার কাজে আসবে!হ্যা আসতে পারে যদি আল্লাহ চায়।কিন্তু আপনার সেরকম আমল করা লাগবে আল্লাহ মাফ করার মতো! তার মানে এই না যে আমি আপনাকে নামায পড়তে নিষেধ করসি! অবশ্যই কিয়ামতে নামাযের হিসাব দিতেই হবে!কিন্তু নামায পড়তে হচ্ছে বলে পড়তেসেন খালি ফরজ নামাযটুকু পড়তেসেন তাহলে এটাও নিশ্চিত থাকুন আপনার সুন্নত মিস যাবেই আর সুন্নত মিস যাওয়া মানে তো নফল মাস্ট মিস 😃এজন্য নামাযটাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। তাহলে দেখবেন আপনার সব কাজ আল্লাহ সহজ করে দিয়েছেন কিন্নতু যদি আপনার কাজ ফার্স্ট প্রায়োরিটি হয় তাহলে নামাযটা বাদ যাওয়ার ও সম্ভাবনা থাকে😊নামায সহীহ সুন্দর না হলে সারা জীবন নামায পড়েও আপনার কোনো লাভ নাই আর তার জন্য আপনাকে নামায বিষয়ে এলেম থাকা লাগবে। এখন এই এলেম কি আমরা গুগল থেকে নিব? না, বেহেশ্তেজিওর বই পড়ুন।গুগলে আপনি সঠিকটা নাও পেতে পারেন।নামে মুসলিম না প্রকৃত মুসলিম হতে চাইলে ওইযে বললাম না একীন থাকা লাগবে অর্থাৎ ঈমান মজবুত হতে হবে।তারপর সহীহ শুদ্ধভাবে নামায পড়তে হবে।আল্লাহ আমাদের হেদায়াত দান করুন,আমীন।।

2
$ 0.00

Comments