কি এক মায়া ছিলও তার চোখে
চেয়ে থেকেছি কত রাত, নির্ঘুম পেঁচাদের বেশে
হাসনা হেনার সুভাস কুরিয়ে রেখেছি
বাতাবি লেবুর পাতার সংসারে।
তবু একবার যদি ফিরে আসে - একবার এ জমিনের পাড়ে।
সময়ের স্রোতে ক্ষয়ে যাওয়া মন নিয়ে
বসে থাকি, কখন ও বা দিগন্ত পানে চেয়ে থাকি , একা।
তবু একা একা বসে থকার সময় আজ রৃঢ় কলরবে
হারিয়ে যায় পৃথিবীর বাকে।
ঈর্ষা হয় পৃথিবীর পানে চেয়ে
এত সুধার মাঝে পশ্চিমে কালো মেঘ খেলা করে
আলো এসে বারে বারে ছুঁয়ে যায় তাকে
বাতাসে ব্যথা লয়ে যায় দূর থেকে দূরে,
দিন শেষ হয়, আমি দাড়াই পথের দ্বারে।
গাছের পাতা গুলো হয়ে যায় কালো
অন্ধকারে পৃথিবী হারায় তার আলো
কারা যেন কোথা থেকে এসে ছুঁয়ে যায় পাতা গুলো
আলো ঝিলমিল খেলা চলে অবিরত।
সবই থাকে তবু আমি যাই হারিয়ে,
নিজের থেকে, এ পৃথিবীর থেকে _
এক জোড়া মায়াবী চোখের খোজে।
7
16
Wow so pretty photographs... Is it your catches.... Great brother