একটি মজাদার সরকারি চাকরি ওয়ালা ছেলের গল্প |||The story of a funny boy with a Government job

0 6
Avatar for Mehadi-Hasan.
2 years ago
Topics: Story

People do a lot of work in order to grow up and keep their life beautiful. Someone does business or someone has a job but not everyone has the same job. Everyone has the same business and there is a boy who has chosen a job without business but that job is Just like any other job which is very famous in Bangladesh and the name of that job is government job. The boy I am talking about is not an ordinary boy. For he has suffered a lot in life and his failures and successes are all the hardships of his studies. He offered a girl but she did not accept his offer because he did not have a government job or a business but he had a business that he could run his family with. He sent an offer and he rejected the girl. Then he thought about the reason behind the rejection. He asked everyone what I would do and you would be happy. Everyone replied: I want your government job so he tried hard enough to get a government job and he succeeded. She is much better now and there are no more obstacles behind her. She doesn't care about any girl anymore. On the contrary, the girl is looking after her. The point of the story is that I want to make it clear that you will never turn your back on a government job if you have a desire to make your future your own, so you have to work as hard as you can in this story so that you can hold on to your profession and You can build your own future without any job Please try to understand what I mean by this short story, how much success you get if you work hard, thank you all.

Thanks

মানুষ বেড়ে ওঠার জন্য এবং নিজের জীবনকে সুন্দর রাখার জন্য মানুষ তার জীবনের তাগিদে অনেক কাজ করে থাকে কেউ ব্যবসা করে বা কেউ চাকরি করে কিন্তু সবার চাকরি সমান হয় না সবার ব্যবসা সমান আর তেমনই একটি ছেলে আছে যা ব্যবসা না করে চাকরি বেছে নিয়েছে কিন্তু সেই চাকরি হচ্ছে ঠিক অন্যরকম যা বাংলাদেশের অনেক সুনাম ধন্য চাকরি এবং সেই চাকরির নাম হচ্ছে সরকারি চাকরি.আমি যে ছেলে চাকরি টির কথা বলছি সেই ছেলে কোন সাধারন ছেলে নয় সেই ছেলে সবসময় ভবিষ্যতের চিন্তা করত এবং নিজের ভবিষ্যৎকে চিন্তাভাবনা সামনে রেখেই সে তার চাকরিতে বেছে নিয়েছে এবং সেই চাকরি করার জন্য সে জীবনে অনেক কষ্ট করেছে এবং তার ব্যর্থতা সফলতা সব তার পড়ালেখার যত কষ্টই রয়েছে সে কোনো কষ্টকে দ্বিধা না রেখে এগিয়ে গিয়েছে কারণ তার পাওয়া দরকার ছিল একটু সরকারি চাকরি এবং সরকারি চাকরি পাওয়ার পিছনে একটি মূল কারণ তার সুন্দর বউ.তার সুন্দর বউ পাওয়ার জন্য সে একটি মেয়েকে প্রস্তাব দেয় কিন্তু সেই মেয়ে তার প্রস্তাব গ্রহণ করেনি কারণ তার কাছে ছিল না কোনো সরকারি চাকরি না ব্যবসা কিন্তু তার একটা ব্যবসা ছিল যে দিয়েছে তার সংসার চালাতে পারতো তা নিয়ে এসে আরেকটি মেয়েকে প্রস্তাব পাঠালেন সে মেয়েটাকে রিজেক্ট করে দেয় এরপর সে ভাবল এই রিজেক্ট এর পিছনে কারণ কি এর উপর সে সবাইকে জিজ্ঞেস করল যে আমি কি করলে তুমি খুশি হবে সবাই উত্তর দিলঃ তোমার সরকারি চাকরি চাই তাই সে সরকারি চাকরি পাওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করল এবং সে সফলতা পেয়ে গেল এরপর তার এখন অনেকটাই ভালো এবং তার পিছে এখন আর কোন বাধা নেই কোন কষ্ট নেই সে এখন কোন মেয়ের বিষয় করে না উল্টো মেয়ে তার পিছে ঘুরে দেখছেন একটি সরকারি চাকরি পাওয়ার হাতে কত শক্তি এবং কত পাওয়ার সকলের চেষ্টা করুন একটি সরকারি চাকরি পাওয়ার জন্য.এই গল্পটি ধারা আমি একটা জিনিসই বুঝাতে চেয়েছি যে সরকারি চাকরির পিছনে কোনদিন ঘুরবেন না যদি আপনার একটি ইচ্ছা থাকে যে তাতে নিজের ভবিষ্যৎ নিজের ক্যারিয়ার নিজের মত সাজাবেন তাই জন্য যতটুকু এই গল্পের মধ্যে কষ্ট করেছে সে তার মত আপনি কষ্ট করুন যাতে আপনি আপনার পেশাকে ধরে রাখতে পারেন এবং আপনি কোন চাকরি না করে নিজের মতো নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন আমি এই গল্পটি ধরে এটা বুঝিয়েছি যে সে মেয়ে জন্য সরকারি চাকরি নিয়েছে কিন্তু আপনি আপনার ভবিষ্যতের জন্য কি ভালো ব্যবসার চাকরি তো অনলাইনে কিছু গড়ে তোলার চেষ্টা করুন আমি এই ছোট্ট একটি গল্প দিয়ে কি বুঝাইতে বুঝাইতে চাইছি যে আপনারা কতটুকু কষ্ট করলে কতটুকু সফলতা পাবেন তাই সকলেই কষ্ট করুন.সকলকে ধন্যবাদ আবার আর্টিকেলটি এতক্ষণ বসে অথবা দাঁড়িয়ে যে যেখান থেকে পড়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনি সম্পূর্ণ সম্পূর্ণ ব্যাপারটি বুঝেছেন

ধন্যবাদ

1
$ 0.00
Avatar for Mehadi-Hasan.
2 years ago
Topics: Story

Comments