Bitcoin montly 25 k.

1 16
Avatar for Mdmehedinayem1231
3 years ago

ফেসবুক থেকে আয় করুন দৈনিক ২৪০০০ টাকা ফেসবুক জগত থেকে আয় করার জন্য দেখাবো নতুন পথ । সত্যি বলতে কি, আপনি কিছু না জানলে ও, কিছু না বুঝলে ও আজ থেকে আপনি ও টাকা আয় করতে পারবেন যদি জীবনে শিখার আগ্রহ থাকে, করার আগ্রহ থাকে, নিজেকে পরিবতর্ন করার ইচ্ছা থাকে । এই পৃথিবীতে কেউ কাউকে টাকা কামানোর জন্য সাহায্য করে না এমনকি আপনার friend ও, যা করতে হবে তা আপনাকে নিজেই করতে হবে এটাই বাস্তবতা ।

আমার কথার সাথে নিজেকে মিলেয়ে নিন । বুজবেন না জীবনটা কি, কার আশায় আপনি দাড়িয়ে থাকবেন, আয় করার জন্য কোন পথে যাবেন, জীবনের উদ্দেশ্য টা কি । অনার্স, মাষ্টার্স লেখাপড়া শেষ করার পর চাকরি যখন সোনার হরিন হয়ে যায়, যখন টাকা আয় করার জন্য আপনি পাগল হয়ে উঠেন , চাকরি পাওয়ার জন্য মামা চাচার হাত থাকে না। তখন বোঝা যায় বেকার অবস্থায় থাকা কত যে কষ্ট , সমবয়সী মধ্য নিজের মান - সমমর্যাদা ও পরিবারের চাপ আপনাকে দিশেহারা করে তুলবে ।

আপনি যদি লেখাপড়া জানা বেকার হোন, আপনার অবস্থান কোথায় জানেন , একটু ভেবে দেখুন

১, দেশের মধ্য অভিশাপ

২, সমাজের মধ্য পাপ

৩, নিজের পরিবার বা কাছের মানুষের কাছে ভালবাসার অভাব ।

তাই আপনার পকেট যদি বড় থাকে সবাই আপনার পিছনে ছুটবে । আরে ভাই, পৃথিবীর মধ্য টাকার বিকল্প কিছু নেই , টাকাই সব। আমার কথা হল , আমি কর্মে বিশ্বাসী, কর্ম মানে টাকা , টাকা মানে অনার্স, মাষ্টার্স ও PHD. আমি লেখাপড়া করি বিদ্যার জন্য , আর বিদ্যা অর্জন করি বুদ্দির জন্য । আর বুদ্ধি টা টাকা আয়ের

জন্য ।

জনপ্রিয়তা জন্য কাজ করি না, কাজ করার জন্য আমি জনপ্রিয় হয় । আমি বিশ্বাসের অধিনস্ত নই, বিশ্বাস আমার অধিনস্ত । দৃষ্টিভঈি বদলান জীবন বদলে যাবে । সোনার পরিচয় লোহায় ঘষিলে আর বন্ধুতের পরিচয় বিপদে পড়িলে । সব সহযোগীতার জন্য কাছে থাকব আমি। তাই ব্যর্থতার মাঝে সুপ্ত রয়েছে সাফল্যের বীজ , প্রান ছাড়া দেহ যেমন মৃত, তেমনি কর্ম বিহীন বিশ্বাস ও মৃত ।

অতীত তোমাকে কষ্ট দিবে, ভবিষ্যাত তোমাকে আশা দেখাবে, বর্তমান সবসময় তোমার পাশে থাকবে ।

কারন মানুষ যা ভাবতে পারে, যা বিশ্বাস করতে পারে, তা অর্জন ও করতে পারে । আপনার যদি টাকা থাকে , আপনার বন্ধু-বান্ধবের, আত্মীয়-স্বজনের অভাব হবে না । টাকা নাই কেউ আপনাকে দাম দিয়ে কথা বলবে না । সত্য বলতে কি, কয়েক বছর আগে ও আমি বুঝতাম না অনলাইন বা ইনটারনেটের মাধ্যমে কিভাবে টাকা আয় করা যায়।

এখানে কত ধরনের পথ আছে , আমি কাজ করলে টাকাটা কিভাবে পাব । জানার আগ্রহ আমার সবসময় বেশী তাই প্রতিদিন ইনটারনেটে সার্চ করে অনেক website সাথে পরিচিত হই। যা একটা ছেলেকে শূন্য থেকে মহাশূন্য

নিতে পারবে । প্রয়োজন শুধু আপনার দৃটতা প্রত্যয় আত্মবিশ্বাস। ইনটারনেটের চাকরি অভাব নেই , আছে শুধু কাজ জানা লোকের অভাব । নিজের মেধাশক্তিকে কাজে লাগান, চিন্তা শক্তির প্রসার ঘটান, অনলাইন জগতের সাথে পরিচিত হোন । চাকরির পিছনে আর ছুটতে হবে না, চাকরি আপনার পিছনে ছুটবে ।

যেখানে অনলাইন বা ইন্টারনেট কোন কিছু শিখতে গেলে ১০,০০০ বা ১৫০০০ টাকা ছাড়া কোন কোর্স শিখা সম্ভব নয়। আবার কোর্স করার পর ও অনেকে সঠিক দিক নির্দেশনার অভাবে অনলাইন থেকে আয় করার জগত থেকে ছিটকে পড়ে। আপনি ব্যবসা বা চাকরিতে হাজার হাজার টাকা নষ্ট করে যেটা করতে পারেন নাই । " ফেসবুক থেকে আয় দৈনিক ২৪০০০ টাকা " এই বইটা পড়ে আপনার জীবন পালটে যাবে , দেখাবে নতুন পথ , পরিচিত হতে পারবেন ইন্টারনেটের সব কাজের সাথে , জানতে পারবেন কিভাবে কাজ করতে হয়।

কোথায় কাজ পাওয়া যাবে । ইন্টারনেট বা অনলাইণ থেকে আয় খুব জনপ্রিয় একটা মাধ্যম । সব দেশের মত বাংলাদেশের অনেক school & college ছেলে মেয়েরা অনলাইনে ফ্রীল্যানসার বা মুক্ত পেশাজীবি হয়ে স্বাধীনভাবে কাজ করে যা বাংলাদেশের কোন উচচ পর্যায়ের চাকরি জীবির চেয়ে ও বেশী বেতন পড়ে । তাই মানুষ একঘুয়েমী চাকরি পরিহার করে অনলাইনে চাকরি পিছনে ঝুকে পড়ছে। তাছাড়া নিজের ওয়েবসাইট। বা ব্লগের মাধ্যমে এফিলিয়েট মার্কেটিং করে দৈনিক ৩০০ ডলার বা ২৪০০০ টাকা চেয়ে বেশী আয় করা যায়।

  1. অনলাইন জগতের ১ হাজার পথ সমর্পকে জানতে পারবেন

  2. বিভিন্ন website বা blog মাধ্যমে পরিচিত হতে পারবেন

  3. কিভাবে টাকা পাওয়ার জন্য payza or alertpay , paypal ,skrill ব্যাংক একাউনট খুলবেন

  4. কিভাবে টাকা বাংলাদেশে পাব

  5. বইটা পড়ে আপনি GMail, google, youtube., Zeekler, donkeymails, twiter, fliker, google plus, slideshare, আরো অনেক id খুলতে পারবেন

  6. affiliate marketing করে কিভাবে দৈনিক $300 doller বা 24000 টাকা চেয়ে বেশী আয় করা যায়

  7. কত ধরনের মার্কেট আছে

  8. কিকাজ শিখলে অনলাইনে নিজেকে যোগ্য মনে করতে পারবেন

  9. কয়টা মার্কেটপেলেসে চাকরি পাওয়া যায়

  10. শুধু click করে টাকা আয় করা যায় এইরকম ১২ টা সাইটের সাথে পরিচিত হতে পারবেন

  11. কিভাবে শুধু download করে টাকা আয় করা যায় তা জেনে নিন

  12. শুধু file share করে daily 200 doller income করুন সি পি এ (CPA) ইভেন্টের আলোচ্য বিষয় সমূহ:

#. সি পি এ (CPA) কি?

#. ফ্রিল্যান্সিং এব সি পি এ (CPA) এর মধ্যে পার্থক্য কি?

#. এফিলিয়েট মার্কেটিং এবং সিপিএ (CPA) মার্কেটিং এর মধ্যে পার্থক্য কি

#. সি পি এ (CPA) থেকে মাসে কত টাকা ইনকাম করা যাবে?

#. সি পি এ (CPA) মার্কেট থেকে পেমেন্ট কিভাবে পাওয়া যায়?

#. সি পি এ (CPA) শিখার জন্য কি ধরনের যোগ্যতা থাকতে হবে?

#. সি পি এ (CPA) কি কি ধরনের কাজ করতে হয়?

#. সি পি এ (CPA) কাজ করার জন কি কি দরকার হয়?

#. সি পি এ (CPA) কাজ করতে গেলে কি কি বিষয় জানতে হয়?

# সবচেয়ে ভাল সি পি এ (CPA) নেটওয়ার্ক কিভাবে খুজে বের করবেন?

# কিভাবে সি পি এ (CPA) মার্কেটপ্লেসে আপনার একাউন্ট এপ্রুভ করবেন?

# সি পি এ (CPA) মার্কেটপ্লেসে ডোমেইন এবং হোষ্টিং কিভাবে ব্যবহার করবেন?

# ওয়ার্ডপেস সেটাপ এবং থিম নির্বচন

# ওয়ার্ডপেস ডেকোরেশন কিভাবে করবেন?

# সি পি এ (CPA) এপ্লিকেশন কিভাবে করবেন?

# মিলিয়ন ডলার অফার বিস্তারিত

# অফারভল্ট কি?

# অফারভল্ট থেকে কিভাবে ভাল অফার খুজে বের করবেন?

# লিষ্ট সি পি এ মার্কেটপ্লেস এর বিস্তারিত

# Maxbounty CPA Marketplace বিস্তারিত ?

# CPA lead CPA Marketplace বিস্তারিত?

# Traffic Method

# Facebook PPC

অনলাইন আয়ের বিষয় নিয়ে আলোচনা

Cost Per Mile (CPM)

CPM হল আর একটি এড এর মাধ্যমে টাকা আয় করার উপায়। যা সাধারনত পেইজ ভিউ এর উপর ভিত্তি

করে আপনাকে পে করবে। এটাও অনেকটা সিপিসি সাইটের মত। আপনার ওয়েব সাইট বা ব্লগ সাইটের প্রতিদিনের পেইজ ভিউ যদি ১০০০ এর উপরে হয় তাহলে এই সাইটগুলো থেকে আয় করতে পারবেন। নিচে কিছু সাইট এর ঠিকানা দেওয়া হল।

  • Tribalfusion

  • BrustMedia

  • BuysellAds

  • Valueclickmedia

  • VibrantMedia

  • Adpepper

  • Cpxinteractive

  • MadadsMedia

    1. Sell Affiliates Products

এর মাধ্যমে আপনি বিভিন্ন সোস্যাল সাইট, ব্লগ, ফোরাম, ব্যক্তিগত সাইটে বিভিন্ন পণ্যের এড সো করে আয় করতে পারেন। আপনার সাইট থেকে যদি কেউ কোন পণ্য কিনে তাহলে এর একটা অংশ আপনাকে পে করবে। নিচে এই রকম কিছু সাইটের ঠিকানা দেওয়া হল।

  • Google Affiliates

  • ClickBank

  • Commission Junction

  • E-junkie

  • Amazon Affiliates

  • eBay Affiliates

  • DigiResult

  • FreeLancer

  • Earn From Uploading

আপনি কিছু সাইটের মাধ্যমে ফাইল, সফটওয়্যার, ছবি, এন্টিভাইরাস ইত্যাদি আপলোড করে আয় করতে পারেন। আপনার আপলোড করা ফাইল যত বেশি ডাউনলোড হবে আপনার আয়ও তত বেশী বাড়বে। নিচে কিছু সাইটের ঠিকানা দেওয়া হল।

  • ShareCash.org

  • CashFile.org

  • Uploadables

  • Write For Other Sites

আপনি কিছু সাইটের বিভিন্ন বিষয়ে ব্লগ লিখে আয় করতে পারেন। এই সব সাইটে বিভিন্ন ক্যাটাগরির উপর লিখে এই সব সাইট থেকে আয় করতে পারেন।

  • PayPerPost

  • Social Spark

  • Sponsored Review

  • RevewMe

  • Payu2Blog

  • Hubpages.com

  • অনলাইনে ইনকামের 10টি সেরা টিপস

আপনি কি বাংলাদেশে থাকন? তুমি কি অনলাইনে আয় রোজগারের সঠিক উপায় খুঁজছো? তাহলে, আমার এই নিবন্ধটি পড়ো। এটি তোমার জন্য একটা সহায়ক হিসেবে কাজ করবে কারণ, অনলাইনে যে কিভাবে ঘরে বসে

অনেকভাবে অর্থ উপার্জন করা যায়, তা এই নিবন্ধ পড়লে তুমি জানতে পারবে । আমি তোমাকে বলে রাখতে চাই যে, অনলাইনে আয় করা বাস্তব জীবনে আয় করার মতোই কঠিন। এখানে এমন কিছু রাস্তা আছে যেগুলোতে কাজ শুরু করা সহজ কিন্তু, এগুলো থেকে বেশী টাকা রোজগার করা যায় না । এ তুলনায় অন্যান্য উপার্জনের পন্থায় ভালো আয়ও হয় আবার, তা ধারাবাহিকভাবে বজায় থাকে ।

  • বাংলাদেশ থেকে অনলাইন আয় রোজগারের উপায়গুলো নিম্নরুপ,

১। পেড রিভিউ-এর মাধ্যমে আয় রোজগার সার্ভে বা জরিপ একটা পুরাতন পদ্ধতি আর আমার মনে হয়

তুমি এ বিষয়ে জানো। “সার্ভে” সাইটে তুমি গিয়ে নিবন্ধিত হবে আর সার্ভে বা জরিপ আসার অপেক্ষা করবে;

সার্ভে ফর্ম পূরণ করে তোমার মতামত জানাবে, ব্যস! প্রতিটি সার্ভের জন্যে তুমি টাকা পাবে। এখানে, এমন কিছু

ব্যবস্থাও আছে যেখানে, ইমেইল পড়ার ও জবাব দেওয়ারও কাজ থাকে। সার্ভে সাইট হিসেবে অন্যতম জনপ্রিয় সাইট হচ্ছে-সার্ভে সেভী।

২। নিবন্ধ লিখে আয় রোজগার এমন অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলো পাঠকদের লেখায় আপডেট হতে থাকে। কোন কোন সাইটে তারা লেখকদের সাথে মুনাফা ভাগ করে নেয়। তুমি এখানে বিভিন্ন নিবন্ধ লিখতে পারো আর তোমার আর্টিকেল বা নিবন্ধ যতো বেশি পাঠক পড়বে, তুমি ততো বেশি টাকা পাবে। “শুভং” নামক একটা

ওয়েবসাইট আছে যারা তাদের লেখকদের সাথে শতকরা ১০ ভাগ গুগল এডসেন্স-এর লভ্যাংশও ভাগ করে নেয়।

৩। পিটিসি বা পেড-টু-ক্লিক এ আয় রোজগার পিটিসি বা পেড-টু-ক্লিক এর সাহায্যে তুমি ওয়েবসাইট (শুধুমাত্র স্পনসরড্ সাইটগুলো) ব্রাউজ করার জন্যে টাকা পাবে। এতে আরো উপায় আছে যাতে ওয়েবসাইট সার্ফ করে, ওয়েবসাইট দেখে আর ওয়েবসাইট সার্চ করে টাকা উপার্জন। সত্যকথা বলতে কি, এই সাইটগলো আয়ের তুলনায় অনেক বেশী সময় অপচয় করে। এরা তোমার একেক ইউনিট এডের পেছনে তোমার ব্যয়ের তুলনায় খুবই কম টাকা দেয়। একটা জনপ্রিয় পিটিসি সাইট যারা ভালো অর্থ প্রদানও করে থাকে সেটি হচ্ছে-বাকস্.টু

৪। তোমার তোলা ছবির মাধ্যমে অর্থ উপার্জন যদি তুমি একজন ফটোগ্রাফার বা চিত্রগ্রাহক হয়ে থাকো, তবে তোমার তোলা আকর্ষনীয় ছবিগুলো অনলাইনে বিক্রি করতে পারো। অনলাইনের ডিজাইনার্রা তাদের প্রজেক্টের জন্যে অনেক ছবি খুঁজে থাকেন, তুমি তাদের নিকট তোমার ছবিগুলো বিক্রি করতে পারো। তুমি তোমার ছবিগুলো আই-স্টক- ফটোস্ ওয়েবসাইটের মাধ্যমে বিক্রিও করতে পারো।

৫।গুগল এডসেন্সের মাধ্যমে আয় রোজগার গুগল এডসেন্সে আয় করার জন্যে তোমার একটা সচল ওয়েবসাইট অথবা ব্লগ প্রয়োজন। তুমি নিশ্চয়ই দেখেছো এমন বিলবোর্ড বা পোস্টার যেখানে তারা (জনৈক অসাধু ব্যবসায়ীরা) দাবি করে যে, তুমি এখান ১০ থেকে ২০ ডলার দৈনিক আয় করতে পারবে- এটা সম্পূর্ণ মিথ্যা কথা! গুগল এডসেন্স থেকে ইনকাম হয় তখন যখন, কেউ গুগলের সেসব এডে ক্লিক করে। কিন্তু, এখানে ইনকাম করার পূর্বে তোমাকে একটা তথ্যসমৃদ্ধ ওয়েবসাইট তৈরী করে নিতে হবে। কিন্তু, তোমাকে সেসব নকল এডসেন্স শেখার জায়গায় এই সেখানো হয় যে, কিভাবে চুরির লেখা দিয়ে একটা নকল ওয়েবসাইট বানাতে হয়, এটাতো আসল নয় কারণ এটা একটা ধোঁকাবাজি। google.com/adsense

৬। তোমার মতামত প্রকাশের জন্যে টাকা পাবে হ্যাঁ, এটিই নতুন দিনের আয় রোজগার মাধ্যম, এখন তুমি টাকা নিয়ে যেকোন ওয়েবসাইট বা কোম্পানীর ব্যাপারে তোমার মতামত দিয়ে একটা নিবন্ধ লিখে ফেলো তোমার ব্লগে। পেড রিভিউ সাইটগুলো কল্যাণে, এখন তারা (কোম্পানী বা ওয়েবসাইটগুলো) তোমাকে তাদের ব্র্যান্ড, পন্য বা ওয়েবসাইটের বিষয়ে লেখার জন্যে অর্থ পরিশোধ করবে। তোমার এই মতামত বা ব্লগ তাদের নিয়ে বাজারে আলোড়ন সৃষ্টি করবে আর তারা পাবে অধিক পাঠক ও ক্রেতা। এরকম একটা জনপ্রিয় পেড্ রিভিউ সাইট হচ্ছে-সোস্যালস্পার্ক

৭।এফাইলিয়েট মার্কেটিং-এর মাধ্যমে আয় রোজগার (সেবামূলক গোষ্ঠীর সাহায্য করা) এটি একটি পদ্ধতি যার মাধ্যমে তুমি তোমার ওয়েবসাইটে কোন পন্যের প্রচার করবে আর যখন পন্য বিক্রি হবে, তখন তুমি এর থেকে কমিশন পাবে। এখানে অনেক আধুনিক আর ভালো পন্য আছে যেগুলো বিক্রি করা যায় আর মানুষ কিনতেও আগ্রহী; তুমি একজন এফাইলিয়েট হয়েও কাজ করতে পারো। তুমি “ক্লিক ব্যাংক”-এর মাধ্যমে একজন এফাইলিয়েট হয়ে পন্য বিক্রয় করতে পারো ।

৮।ব্যানার এডস্ বা “ব্যানার” জাতীয় বিজ্ঞাপন বিক্রি করে আয় রোজগার যদি তোমার একটা প্রতিষ্ঠিত ওয়েবসাইট বা ব্লগ থাকে, তবে বিজ্ঞাপনদাতারা তোমার ব্লগে তাদের বিজ্ঞাপন দিতে দ্বিধাবোধ করবে না। একেই বলে, ব্যানার এডস্ অথবা সরাসরি ইনকামের সুযোগ। তোমার ওয়েবসাইটের জনপ্রিয়তা যতো বেশি হবে তোমার পাঠক সংখ্যা বাড়বে ততো বেশি হবে আর তোমার আয়ও বাড়তে থাকবে ।

৯। ফ্রি-লেন্সিং বা অস্থায়ী কর্মী হিসেবে অর্থ উপার্জন ঘরে বসে ফ্রি-লেন্সিং করা আয় রোজগারের একটা চমৎকার সুযোগ। তোমার যদি ডাটা এন্ট্রি, গ্রাফিক্স ডিজাইন অথবা এড্মিনিস্ট্রেশন বা তদারকির কাজে দক্ষতা থাকে তাহলে, তুমি অনলাইনে এসব কাজ করে আয় রোজগার করতে পারো। তুমি চাইলে ফ্রিলেন্সিংভিত্তিক একটা ক্যারিয়ার ই গড়ে তুলতে পারো।

১০। টুইটার বিজ্ঞাপনের মাধ্যমে আয় করা বিজ্ঞাপনদাতাগণ বর্তমানে তাদের ক্যাম্পেইন বা বিজ্ঞাপন উদ্যোগগুলো “টুইটার” বিজ্ঞাপনের মাধ্যমে ছড়িয়ে দিতে চাচ্ছেন। এজন্যে, তোমার কোন ব্লগ কিংবা ওয়েবসাইট থাকারও প্রয়োজন নেই। এমন অনেক কোম্পানী রয়েছে, যারা টুইটার বিজ্ঞাপনের কাজ করে থাকে যেমন- মেগ-এ-পাই ।

  • অনলাইনে আয়ের টাকা বাংলাদেশে কিভাবে পাবেন?

ক। চেকে টাকা পাওয়া এটা একটা ব্যাংকের চেক যেটি তুমি যেকোন ব্যাংক থেকেই উত্তোলন করতে পারবে। এডসেন্স ও অন্যন্য সাইট এরকম চেকে টাকা পাঠিয়ে থাকে। এটা বাংলাদেশে টাকা পাঠানোর সবচেয়ে সাধারণ ও জনপ্রিয় মাধ্যম।

খ। পেপেল-এর মাধ্যমে টাকা পাওয়া পেপেল টাকা পাওয়ার একটি জনপ্রিয় মাধ্যম, যেটি তোমাকে অনলাইনে টাকা পেতে সাহায্য করবে। অবশ্য, এখনও পেপেল বাংলাদেশে আসেনি কিন্তু শীঘ্রই আসবে।

গ। পেওনিয়ার প্রিপেইড ডেবিট মাস্টারকার্ড এটা বাংলাদেশে অনলাইনের টাকা পাওয়ার জন্যে নতুন একটা

রাস্তা। তুমি অডেস্ক থেকে মাস্টারকার্ড পেয়ে সেই কার্ড থেকে টাকা উঠাতে পারো। পড়ে নাও- বাংলাদেশে অডেস্ক পেওনিয়ার প্রিপেড ডেবিট কার্ডের মাধ্যমে অর্থ প্রাপ্তি ।

ঘ। মানিবুকারস্ থেকে টাকা প্রাপ্তি মানিবুকারস্ অনেকটা পেপেলের মতোই আর এটা তোমার ব্যাংক একাউন্টের মতনও। বাংলাদেশে এটা প্রচলিত আছে। মানিবুকারস্

ঙ। এলার্টপে-এর মাধ্যমে টাকা পাওয়া এটিও পেপেলের মতোই আর বাংলাদেশে প্রচলিত আছে। তুমি এর টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে উঠাতে পারো। এলার্টপে

চ। ই-গোল্ড ব্যবহার টাকা প্রাপ্তি পেপেলের মতোই…ই-গোল্ড আমি অনলাইনে কত টাকা আয় করতে পারবো?

এটা তোমার পরিশ্রম, দক্ষতা আর পদ্ধতির উপর নির্ভর করবে, তুমি চাইলে ৫০০০ থেকে ১০,০০০ টাকা প্রতি

মাসে আয় করতে পারবে। আয় সম্পূর্ণ নির্ভর করে তোমার বিশ্বস্ততা ও পরিশ্রমের উপর। এখন, তুমি চাইলে ১৫,০০০ থেকে ৩০,০০০ টাকা বা উপরে ৫০,০০০ প্রতি মাসে উপার্জন করতে পারো। আমার একটা পরামর্শ

নিতে পারো, এখানে সত্যিই অনেক টাকা বানানো যায় আর এটা কোন ফাজলামো নয়, তুমি যাই করো গম্ভীর হয়ে করবে আর কঠোর পরিশ্রম করবে। কখনো চুরি, ধোঁকাবাজি করবে না আর তোমার কাজের প্রতি সৎ থাকার চেষ্টা করবে ।

  • কিভাবে ফেসবুক থেকে টাকা উপার্জন করা যায়

অনেক জায়গা আছে যেখান থেকে আপনি টাকা উপার্জন করতে পারেন। আমি এখানে সবচেয়ে ভাল এবং সহজ পদ্ধতি শেয়ার করছি। এটা ফেসবুক থেকে টাকা উপার্জন।

  • ১- ফেসবুক পেজ থেকে টাকা উপার্জন করুনঃ-

টাকা উপার্জনে ফেসবুক একটা ভাল রাস্তা। একটা ফেসবুক পেজ খুলে এটা ব্লগিং এর মত করে ফেলা। আপনাকে

আপনার পেজটাকে বিখ্যাত করতে হবে। আপনি যদি আপনার পেজটাকে বিখ্যাত করতে না পারেন তাহলে আপনি টাকা ইনকাম করতে পারবেন না। ব্যবসায় এর জন্য জনপ্রিয়তা যেমনি গুরুত্বপূর্ণ, এখানেও একই অবস্থা। এখানে জনপ্রিয়তা মানে অনেক লাইক এবং অনেক আসল লাইক। আপনার পেজ তৈরি করুন, বিখ্যাত করুন, অনেক মানুষ আনুন, অনেক লাইক পান এবং তারপর এই পদ্ধতিটা মেনে চলুন যেটা আমি এই পোস্ট এ বলব।

  • => লাইক বিক্রি করুনঃ-

যদি আপনার পেজ এ অনেক আসল লাইক থাকে তাহলে মানুষ আপনি যেই কথা বলবেন সেটা বিশ্বাস করবে।

যেটা আমি বলতে চাচ্ছি সেটা হল, কিছু মানুষ আছে যাদের পেজ এ লাইক লাগবে। সুতরাং আপনি আপনার পেজএ তার পেজ এর বিজ্ঞাপন দিতে পারেন। একটি উদাহরন দেয়া হল। “ হ্যালো সবাই, আমি মোবাইল সার্ভিসিং এর উপর ভাল একটা পেজ পেলাম। বিস্তারিত জানার জন্য আপনারা এই পেজ এ লাইক দিতে পারেন। যেহেতু আপনার পেজ এর উপর মানুষের বিশ্বাস আছে, সেহেতু ঐ পেজ এ অনেক মানুষ ভিজিট করবে এবং লাইক দিবে। আপনি ঐ পেজ এর মালিকের সাথে প্রতি ১০০০ লাইক এর জন্য নির্দিষ্ট একটা টাকা চাইতে পারেন। এভাবেই আপনি আপনার ফেসবুক পেজ দিয়ে টাকা ইনকাম করতে পারেন।

  • => affilate হয়ে জানঃ-

আপনার যদি কিছু ব্লগ এবং ওয়েবসাইট থাকে তাহলে Affilate টাকা উপার্জন এর একটা ভাল উপায়। যদি শুধু ফেসবুক অ্যাকাউন্ট ও থাকে তাহলেও আপনি টাকা উপার্জন করতে পারেন। অনলাইনে অনেক বিজনেস আছে যেখানে আপনি তাদের affiliates হয়ে যেতে পারেন। এটা সম্পর্কে গুগল এ খুজলেই পাবেন। যেকোনো ধরনের অনলাইন বিজনেস এ affiliate হয়ে যাওয়া ফ্রী। এটা এক ধরনের বিজ্ঞাপন কিন্তু আপনি জানেন যে আপনি ঐ পণ্যতে কিছু ছাড় পাবেন।

আমরা ধারনা করলাম যে আপনার একটা মোবাইল এর বিভিন্ন সমাধান এবং নতুন মোবাইল এর তথ্য এর একটি পেজ আছে। তাহলে আপনি অনলাইনের যেকোনো মোবাইলের বিজনেস এর সাথে affilate করতে পারেন। affiliate হাওয়ার পরে, আপনি আপনার লিঙ্ক টি আপনার ফ্যানদের কাছে দিন যারা আপনার পেজ টি লাইক করেছে। যদি সম্ভব হয় তাহলে কিছু ছাড় দিন যেন তারা আপনার লিঙ্ক থেকে পণ্য টা ক্রয় করে। আপনি কুপন কোড এর মাধ্যমে ছাড় দিতে পারেন।

  • => আপনার পেজ বিক্রয় করুনঃ-

আপনার পেজটি যথেষ্ট বিখ্যাত করুন এবং বিক্রয় করুনঃ)। আমি মজা করতেছি? না। অনেক মানুষ আছে যারা ফেসবুক পেজ চায়, এবং তাদের এর জন্য একটা গ্রুপ ও আছে। তাদের কাছে আপনার পেজ বিক্রয় করুন। আপনি যদি আপনার পেজটি পুরোপুরি বিক্রি করতে না চান, তাহলে আপনার পেজ এর আরেকজন এডমিন বানিয়ে নিন। বিভিন্ন website থেকে সংগৃহিত এবং বাস্তব সম্মত যা অনলাইন জগত থেকে আয় করার জন্য আপনাকে সঠিক দিক নির্দেশনা দেখাবে । প্রয়োজনে এখানে

4
$ 0.00
Avatar for Mdmehedinayem1231
3 years ago

Comments

Nc

$ 0.00
3 years ago