ッ°🖤ছবিটা অনেক সময় নিয়ে দেখলাম।
দেখে বুঝলাম এখানে অনেক বড় একটা শিক্ষা লুকায়িত আছে।
টায়ারটা আর চাইলেও স্বাভাবিক অবস্থায় বের হতে পারবেনা !
সে অক্ষত থাকতে হলে গাছকে ধ্বংস করতে হবে। আর গাছ অক্ষত রাখতে হলে টায়ারকে ধ্বংস করতে হবে। এখানে টায়ারের জীবনটা থমকে গেছে !
ッ°🖤কেউ এই টায়ারের মায়ায় গাছ ধ্বংস করবেনা। কারন টায়ারের থেকে গাছ অধিক মূল্যবান। এখন টায়ারটাকে ধ্বংস হতে হবে
না হয় তাকে আজীবন এই বন্দী জীবন মেনে নিতে হবে।
ঠিক তেমনি আমাদের মানব জীবন।
কিশোর বয়সে না বুঝে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললে তা সারাজীবন বয়ে বেড়াতে হয়। আমরা একটি চক্রের মধ্যে আবদ্ধ হয়ে যাই। যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব হয়ে ওঠে।
ッ°🖤তাই তোমরা যারা তরুন, জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়ে আছো- তোমরা না ভেবে, না বুঝে হুট করে কোনো সিদ্ধান্ত নিওনা। কেননা এমন কোনো সিদ্ধান্ত (আল্লাহ না করেন) তোমাদের জন্য ভয়াবহ হতে পারে। যে কোন সিদ্ধান্ত নেয়ার আগে অবশ্যই তোমার অভিভাবক, স্বজন ও সত্যিকারের শুভাকংখীদের সাথে পরামর্শ করে নেবে।
ッ°🖤আমরা কেউই এমন কোনো কাজ করবোনা বা এমন কোনো সিদ্ধান্ত নেবোনা যাতে করে জীবনের শেষ সময়ে আমাদেরকে আফসোস করতে হয়। কাজেই ভেবে চিন্তে সঠিক সময়ে উত্তম সিদ্ধান্তই আমাদের জীবনে সফলতা অর্জনে সহায়ক হবে।