Student

0 1
Avatar for Mdalvi
Written by
3 years ago

এই মহিলাটি কেরালার মল্লপুরমের একটি স্কুলের গণিতের শিক্ষিকা ছিলেন। একদিন তাঁর এক ছাত্রী রেলস্টেশনের কাছে তাঁকে ভিক্ষা করতে দেখে প্রথমে সঠিকভাবে চিনতে পারেনি। তখন কাছে গিয়ে সে আশ্চর্য্য হয়ে যায়,এটা যে তার স্কুলের শিক্ষিকা। তখন সেই ছাত্রী তাঁর অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করায় তিনি বলেন যে - “আমি অবসর নেওয়ার পরে আমার সন্তানরা আমাকে ছেড়ে চলে যায় এবং তাদের জীবনযাত্রার কথা আমি জানি না”। তাই তিনি রেলওয়ে স্টেশনের সামনে ভিক্ষা শুরু করেন। তখন মেয়েটি কেঁদে ওঠে এবং তাঁকে তার বাড়িতে নিয়ে যায়, ভাল পোষাক দেয়, খাওয়ার ব্যবস্থা করে এবং তাঁর ভবিষ্যৎ জীবনযাপনের পরিকল্পনা করে। তার সাথে পড়াশোনা করা প্রতিটি বন্ধুদের সাথে যোগাযোগ করে এবং তাঁকে থাকার জন্য আরও ভাল জায়গায় ব্যবস্থা করে দেয়।

নিজের সন্তানরা তাকে ছেড়ে চলে গেলেও, তিনি যে ছেলেমেয়েদের শিক্ষা দিয়েছিলেন তারা তাঁকে ছেড়ে যায়নি। এটাই গুরু শিষ্য সম্পর্কের মাহাত্ম্য ....

#সংগৃহীত

1
$ 0.00

Comments