বিসমিল্লাহির রাহমানির রাহীম:
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সম্মানীত প্রধান এডমিন ও অন্যান্য এডমিন ও মোডারেটর গনের দৃষ্টি আকর্শন করছি , দয়া করে কোন শেয়ার করা পোষ্ট, কোন লিংক, এপ্রুভ করবেন না। সহী দলিল ছারা কোন পোষ্ট এপ্রুভ করবেন না। ইন শা আল্লাহ।
জাযাকাল্লাহু খাইরন।
গ্রুপের সমস্ত অ্যাডমিন, মোডারেটর, মেম্বারদের জন্য পালনীয় আবশ্যকীয় নীতিমালা।
=================================
অ্যাডমিন বা মেম্বার যারাই পোস্ট করবেন:
১-তারা বিচরণশীল কোন প্রানির ছবি দিয়ে পোস্ট করতে পারবে না, নিতান্ত খুব প্রয়োজন হলে মাথা কেটে দিবে-
বিচরণশীল প্রাণীর ছবি আঁকা বৈধ নয়। যদি কেউ আঁকতে একানই বাধ্য হয়, তাহলে প্রাণীর মাথাটা আঁকবে না। (ইবনে ঊষাইমীন)
ড্রেসের ডিজাইন আঁকতে মাথাহীন দেহের উপর ড্রেস আঁকতে পারা যায়। মাথাহীন স্ট্যাচুর দেহে পোশাক পরিয়ে তা শো করা যায়। কোন ছবি বা মূর্তির মাথা না থাকলে ক্ষতির আওতায় পড়ে না। মহানবী (সঃ) বলেছেন, “মূর্তি বা ছবি হল মাথাটাই। সুতরাং মাথা কেটে দেওয়া হলে সে ছবি বা মূর্তিতে সমস্যা নেই।”(সিঃ সহীহাহ ১৯২১ নং)
গ্রন্থঃ দ্বীনী প্রশ্নোত্তর
লেখক/সংকলকঃ আবদুল হামীদ ফাইযী।
২-হিজাব করা, নিকাব করা যেমন ই হোক কোন মহিলার ছবি দিয়ে
পোস্ট করতে পারবে না।
৩-আল্লাহ ও মুহাম্মদ(সঃ) পাশা পাশি ছবি ইউজ করবেন না।
৪-কোন শেয়ার করা পোষ্ট, কোন লিংক পোষ্ট করবেন না।
ইন শা আল্লাহ।
আল্লাহ্ আমাদের সবাইকে এই গ্রুপটি থেকে সঠিক ইসলামিক জ্ঞান অর্জনের তৌফিক দিক। আমিন।
"হে আমাদের পালনকর্তা! আমাদের থেকে কবুল কর। নিশ্চয়ই তুমি শ্রবণকারী, সর্বজ্ঞ ( رَبَّنا تَقَبَّل مِنّا ۖ إِنَّكَ أَنتَ السَّميعُ العَليمُ )।"
- [সূরা আল্ বাকারাহ্-১২৭]