Goran

0 3
Avatar for Mdalvi
Written by
3 years ago

গোড়ান বাজার, টেম্পো ইস্টানড ও আশেপাশের পোস্ট অফিস গলি, নবাবীমোড় এলাকায় গত আনুমানিক 7 দিন ধরে গৃহস্থালির ময়লা নেওয়া হচ্ছে না যা ইতিপূর্বে নিয়মিত নেওয়া হতো। এজন্য বাসা/পরিবার প্রতি 70 টাকা করে নেওয়া হতো। কিন্তু জুলাই মাস থেকে ওয়াড কাউন্সিলার নাম ভাঙ্গিয়ে অথবা কাউন্সিলার অফিস কতৃক দায়িত্বপাপত কিছু সংখ্যক লোক প্রথমে প্রতি বাড়ি ও এপাটমেনট এ লিফলেট বিতরণ করে এই মর্মে যে তারা জুলাই মাস থেকে ময়লা/গৃহস্থালির আবর্জনা নেওয়ার দায়িত্ব তারা পালন করবে এবং এ জন্য চার্জ 70 টাকার পরিবর্তে 100 টাকা করা হলো!! যেহেতু এটি করা হলো ওয়াড কাউন্সিলার এর নামে তাই সবাই তা মেনে নিতে বাধ্য হলো!! কিন্তু এরপর উপোউললখিত গোড়ান এলাকা বাসি চরম দুর্ভোগের শিকার হতে লাগল। আগে ময়লা/গৃহস্থালির আবর্জনা নেওয়া হতো বাসার দরজার সামনে থেকে কিন্তু নতুন দায়িত্ব পাওয়া কাউন্সিলার এর লোকজন তা নিতে অস্বীকৃতি জানালো!! তাদেরকে বাড়ির সামনের রাস্তায় দিয়ে আসতে হবে যা খুবই অসুবিধা জনক!! কারণ তাদের ময়লা নেওয়ার কোন নিদিরসট টাইম না থাকায় অনেকেই ঠিকমতো তাদের বাসার ময়লা দিতে পারে না, গৃহকর্তা বাড়ি না থাকলে চারতলা/পাঁচতলা ভবনের ময়লা নিয়ে নিচে দিয়ে আসার কাজটা মহিলা ও বৃদ্ধ দের করতে হয়!! এ বিষয়ে আপত্তি করলে কাউন্সিলার এর লোকজন নিরীহ ভাড়াটিয়া দের সাথে দূবাবহার ও মাস্তানী করে। এছাড়াও নিয়মিত ময়লা ও গৃহস্থালির আবর্জনা না নেওয়াতে এলাকার বাসিন্দা গন পারশবতী রাস্তার উপর ময়লা ও গৃহস্থালির আবর্জনা ফেলে রাখতে বাধ্য হচ্ছেন । এতে করে এসব এলাকায় মশা ও বিভিন্ন ধরণের রোগ-জীবাণুর ভয়ানক বিস্তার ঘটছে!! এ বিষয়ে আমাদের 2নং ওয়ার্ডের স্বনামধন্য কাউন্সিলার সাহেব এর সদয় দৃষ্টি আকর্ষণ করছি ।

1
$ 0.00

Comments