Dolls

0 8
Avatar for Mdalvi
Written by
4 years ago

ッ°🖤

লুতুপুতু শুধু আজকাল ছেলেরাই করে না কিছু সময় মেয়েরাও করে। সম্পর্ক শেষ করতে অজুহাত মেয়েরাই বেশি দেখায় ।

ッ°🖤অধিকাংশ মেয়েই আজকাল একাধিক সম্পর্কে জড়িত হয়। অর্থের লোভে বিছানায় যেতেও দ্বিধাবোধ করে না । অথচ চাইলে একজনকেই কাছে আগলে রাখতে পারতো। চাইলে পাঁচ -সাত বছরের তিলে তিলে গড়া ভালোবাসাটা ও সার্থক করতে পারতো।

ッ°🖤কিন্তু করে নাহ, ছেলেটা যখন প্রেম ভালোবাসায় হাবুডুবু খায় তখন ঠিকই ভালোবাসার অজুহাত দেখিয়ে দামি গিফট, দামি ড্রেস, প্রতিদিন রেস্টুরেন্ট খাওয়া নিজের চাহিদা অনুযায়ী মিটিয়ে নেয়। অথচ যখন সব চাহিদা মিটে যায় তখন নানান অজুহাত দেখিয়ে অন্য একজনের সাথে প্রেমে লিপ্ত হয়।

ッ°🖤পাঁচ সাত বছরের সম্পর্ক টিকিয়ে রাখতে ছেলেটির লুকিয়ে থাকা কষ্ট, তিলে তিলে গড়া স্বপ্নের মানুষটার বদলে যাওয়া দেখতে একটুও সময় লাগে না।

ッ°🖤কথায় কথায় তখন ছেলেটিকে নানান ব্যাখ্যা দেয়। ধুর বেশি ন্যাকামো করে, কথায় কথায় কান্না কাটি আমার সহ্য হয় না। তাছাড়া তোমার কোন যোগ্যতাই নেই, তেমন বিত্তশালীও না আমার ফ্যামিলি তোমাকে কখনোই মেনে নিবে না।

ব্যাস ভালোবাসা শেষ!?

ッ°🖤অথচ তার ভালোবাসার সুযোগ নিলেন, তার টাকা পয়সা দিয়ে নিজের সব চাহিদা মেটালেন। কলেজের ক্যাম্পাসে, দামি রেস্টুরেন্ট, হোটেলে রুমে সব জায়গায় ছেলেটিকে ব্যাবহার করেছেন। আর এখন বলছেন তার কোন যোগ্যতাই নেই,বেকার চাকরি নেই, নেই কোন টাকা পয়সা। বাহ!!

অথচ যখন ডেটিং করতে গিয়ে বেকার ছেলের অর্থ দিয়ে নিজের চাহিদা মিটিয়েছেন। তখন আপনার এই অজুহাত কোথায় ছিলো?

ッ°🖤আপনি তো পারতেন সত্যিকারের ভালোবাসা দিয়ে ছেলেটির পাশে থেকে যোগ্য করে নিতে, ভালোবাসাটা অভাবের মাধ্যমেই পরিপূর্ণ সার্থক করতে। তা না করে উল্টো ছুড়ে ফেলে দিলেন।

ッ°🖤কখনো নিজের কাছে প্রশ্ন করেছেন? একজন মেয়ে হয়ে সত্যিকারের ভালোবাসার মানুষটার মন ভেঙ্গে দিয়ে হাজারটা মেয়েকে কলঙ্কিত করেছেন, নিজের নারীত্বকে কলঙ্কিত করেছেন।

কেন করছেন, চাহিদা মেটাতে?

এই মিথ্যে চাহিদা মিটিয়ে কতদিন সুখী হতে পারবেন। কিন্তু আপনি হয়তো জানেন না এই সুখ যে ক্ষনিকের জন্য। অন্যকে কাঁদিয়ে কখনোই সারাজীবন সুখী হওয়া যায় না।

ッ°🖤আসোলে প্রেম নামক শব্দ টা যে আজকাল সস্তা হয়ে গেছে। আবেগে ও কারও প্রতি দূর্বলতার সুযোগ কাজে লাগিয়েই আজকাল প্রেমের খেলা চলে।

1
$ 0.00
Avatar for Mdalvi
Written by
4 years ago

Comments