সফলতা বনাম সমাজ

5 11
Avatar for Md.Hasan
4 years ago

সফলতাঃ আমি SSC তে GPA 5.00 পেয়েছি।

সমাজঃ ভালো, তবে এ আর এমন কিছুনা। আমার অমুক ভাইয়ের ছেলে, আমার অমুকের

মেয়েও তো পাইছে। ভালো একটা কলেজে চান্স পেয়ে দেখাও।

সফলতাঃ আমি নটরডেম কলেজে

চান্স পেয়েছি।

সমাজঃ কতজনকেই তো দেখলাম ঢাকায় গিয়ে নষ্ট হয়ে গেছে।

সফলতাঃ আমি HSC তে GPA 5.00 পেয়েছি।

সমাজঃ তাতে এমন কি ? এবার মেডিকেল, বুয়েট, ঢাবি তে চান্স পাও কিনা দেখ। কত দেখলাম GPA 5.00 পাওয়া ছাত্র কোথাও চান্স পায়না।

সফলতাঃ আমি ঢাবিতে চান্স পেয়েছি, পদার্থবিজ্ঞানে।

সমাজঃ মেডিকেলে, বুয়েটে তো আর পাইলা না। আমার অমুকের ছেলে অমুক মেডিকেলে পড়ে, তমুকের মেয়ে বুয়েটে পড়ে। পদার্থবিজ্ঞান আবার এমন কি সাবজেক্ট? কত ছেলে চান্স পেয়ে পাশ করতে পারেনা। আগে পাস কর তারপর কথা বল।

সফলতাঃ আমি প্রথম শ্রেণীতে সম্মানের সাথে পাশ

করেছি।

সমাজঃ CGPA কত ? ফার্স্ট তো আর হওনি। আমার

অমুকের ছেলে অমুক কলেজ থেকে পড়ে CGPA 3.70

পেয়েছে, আর ঢাবি থেকে পড়ে তোমার এই অবস্থা।

পাশ করে কি করেছ, চাকরি তো আর পাওনি। কত দেখলাম ঢাবি থেকে পড়ে বেকার ঘুরছে।

সফলতাঃ আমি চাকরি পেয়েছি।

সমাজঃ BCS ক্যাডার তো আর হওনি। যে বেতনের চাকরি, তার থেকে গার্মেন্ট্সে কাজ করা ভালো ।

সফলতাঃ আমি BCS ক্যাডার হয়েছি।

সমাজঃ তাতে কি হয়েছে ? পুলিশ/প্রশাসন তো আর পাও নাই, মাস্টার হইছো।

সফলতাঃ আমি প্রশাসন ক্যাডার পেয়েছি।

সমাজঃ পলিটিক্যাল লিডারের কাছে তো তুমি কিছুই না, তো লাভ নাই! সো লিডার হও।

অবশেষে একদিন আমি মারা গেলেও সমাজ

বলবেঃ "মরেছে তো কি হয়েছে ? প্রতিদিনই তো কতো মানুষ মারা যাচ্ছে....!"

হুম, এটাই আমাদের সমাজ। প্রতিযোগীতামূলক সমাজ। তাই সমাজের মানুষের কথায় কান না দিয়ে নিজেকে সফলতার শীর্ষে তুলুন।

5
$ 0.00

Comments

nice

$ 0.00
4 years ago

Nice post

$ 0.00
4 years ago

Thanks

$ 0.00
4 years ago

Good🙂❤

$ 0.00
4 years ago

Thanks

$ 0.00
4 years ago