6
18
পরাজিত শব্দটির সাথে আমরা সবাই কমবেশি পরিচিত।পরাজিত বলতে বোঝায় কারো কাছে হার মানা।পরাজিত শব্দটি যেমন উপকারের জন্য ব্যবহার করা হয় তেমনি অপকারের ক্ষেত্রেও ব্যবহার করা হয়।আমরা অনেকে অনেকের কাছে বিভিন্ন ভাবে পরাজিত হয়।তেমনি আমরা এটা ভালো ও খারাপ দুটিই কাছে লাগাই।যেমন অনেক সময় কারো কাছে পরাজিত স্বীকার করে আমরা ভালো হতে পারি।আবার অনেক সময় পরাজিত মেনে নিয়ে নিজের ক্ষতি করি।যদি পরাজিত স্বীকার না করি তাহলে ভালো কিছু করতে পারি।পরাজিত আমাদের জীবনে অনেক কিছু শিক্ষা দেয়।তাই জীবনে হার মানা আর না মানার মধ্যে পরাজিত কথাটি সব সময় চলে আসে।
Right