ব্যর্থতার মাধ্যমেই সফলতা আসে!
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন শিখেছেন, কিভাবে ব্যর্থতাকে হারাতে হয় !!
{১} ২৩ বছর বয়সে তিনি চাকরি হারান এবং
রাজনীতিতে পরাজিত হন।
{২} ২৪ বছর বয়সে তিনি ব্যবসায়ে লস করেন।
{৩} ২৬ বছর বয়সে তিনি প্রিয়তমাকে হারান।
{৪} ২৭ বছর বয়সে তার নার্ভাস ব্রেকডাউন হয়।
{৫} ২৯ বছর বয়সে তিনি স্পিকার পদে পরাজিত হন।
{৬} ৩৪ বছর বয়সে কংগ্রেস 'প্রার্থী' নির্বাচনে হেরে যান।
{৭} ৩৯ বছর বয়সে তিনি আবার কংগ্রেস "প্রার্থী'
নির্বাচনে হেরে যান।
{৮} ৪০ বছর বয়সে তিনি ভূমি অফিসার পদে
রিজেক্ট হন।
{৯} ৪৫ বছর বয়সে তিনি সিনেট নির্বাচনে হেরে যান।
{১০} ৪৭ বছর বয়সে তিনি ভাইস প্রেসিডেন্ট "প্রার্থী"
নির্বাচনে হেরে যান।
{১১} ৪৯ বছর বয়সে তিনি আবার সিনেট নির্বাচনে
হেরে যান।
{১২} ৫২ বছর বয়সে তিনি হন আমেরিকান প্রেসিডেন্ট।
তিনি মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন। চলার পথে এতগুলো হারের পরও তিনি কখনো ভাবেননি, রাজনীতি তার জন্য নয়। আর তাইতো তিনি হতে পেয়েছিলেন আমেরিকার সর্বকালের ইতিহাসে সবচেয়ে আলোচিত প্রেসিডেন্টদের একজন।
ব্যর্থতা মানে নিচে পড়ে যাওয়া নয়, নিচে পড়ে যাওয়ার পর উঠে দাঁড়ানোর চেষ্টা না করা হল ব্যর্থতা। আব্রাহাম লিংকন আমাদের শিখিয়েছেন কিভাবে ব্যর্থতাকে হারাতে হয়।
very good