The Japanese Wife

0 24
Avatar for MasudRanaPro
4 years ago

মুভি- দ্যা জাপানিজ ওয়াইফ (2010)

পরিচালক -অপর্ণা সেন

অভিনয়-রাহুল বসু, রাইমা সেন, মৌসুমী চট্টোপাধ্যায়,চিগুসা তাকাকু

দেশ- ভারত

ভাষা- বাংলা, ইংরাজি ও জাপানি

সময়কাল-১০৫মিনিট

আহা ভালোবাসা।অতি সাদামাটা মানুষের জীবনকেও প্রাণবন্ত করে তোলে। স্নেহময় আর মিয়াগী দুজন মিলে নতুন এক মাএায় নিয়ে গেছে ভালোবাসা শব্দটাকে।দুজন মানুষ দুটি দেশে বসবাস করেও একে অপরকে কি অলৌকিক সৌন্দর্যে ভালবেসে গেছে।স্নেহময় এক স্কুল মাস্টার সুন্দরবনের মাঝে বাড়ি, আর মিয়াগী! সেই দূরদেশ জাপানে তার বাড়ি। পএযোগে যোগাযোগ তাদের।চিঠির ভাষাই তাদের ভালবাসার একমাএ সেতুবন্ধন। স্নেহময় এর ছবি দেখতে চায় মিয়াগী কিন্তু সে যুগে ঐ পাড়াগাঁয়ে ছবি তোলার যে কোন বন্দবস্ত নেই।কি আর করা মিয়াগী ই একটা ক্যামেরা পাঠালো ছবি তোলার।

চিঠিতেই মন দেয়ানেয়া হলো।রিং বিনিময়ে বিয়েও হলো।তবে দেখ!তা আর হলো কই।স্নেহময় এর কাছে অত টাকা নেই যে সে জাপন চলে যাবে।আর মিয়াগী তার অসুস্থ মা কে একা রেখে আসতে পারে না।তবুও তাদের ভালবাসার কোন কমতি নেই।পথের দূরত্ব তাদের ভালবাসার কাছে তুচ্ছ। এক একটা চিঠি যেন একটা জাদুর বাক্স, আবেগ,অনুভূতি, ভালবাসা, বিশ্বাস, বিনয়,একাকিত্ব, হাহাকার, মিতালী আর কত শত গল্পের ভান্ডার।আহা জীবন! এমন ভালোবাসার জন্য এক জনম বরাদ্দ করাই যায়।

ভালোবাসার সব গল্পের মিলন হয়না গো।তাই শেষটা না বলি।

__________________________________________

সুন্দর সময় কাটুক সিনেমাটির সাথে, শুভকামনা।

Movie - The Japanese Wife (2010)

Director - Aparna Sen.

Starring: Rahul Basu, Raima Sen, Mausumi Chatterjee, Chigusa Takaku

Country - India

Languages ​​- Bengali, English and Japanese

Duration - 105 minutes

Aha love. It makes the life of a very simple person alive. Snehamoy and Miyagi have taken the word love to a new Maya. Two people living in two countries have fallen in love with each other in a miraculous beauty. A loving schoolmaster is home in the middle of the Sundarbans, and Miyagi! His home in that remote Japan. They communicate with each other. The language of the letter is the only bridge between their love. Miyagi wants to see Snehamoy's picture but in that era there is no arrangement to take pictures in that neighborhood. What else did Miyagi send a camera to take pictures.

The letter made me pay attention. I got married in exchange for the ring. But look! Where else is it? Snehamoy doesn't have enough money to go to Japan. And Miyagi can't leave her sick mother alone. Still, there is no lack of love. Distance is trivial to their love. One letter is like a magic box, emotions, feelings, love, faith, humility, loneliness, wailing, friendship and a treasure trove of hundreds of stories. Aha life! One birth can be allotted for such love.

Not all love stories come together. So I will not say the last.

__________________________________________

Have a nice time with the movie, good luck.

2
$ 0.00
Avatar for MasudRanaPro
4 years ago

Comments