0
22
লাল পাড়ের সাদা শাড়িতে
শত ভালবাসা নষ্ট করে
একাকীত্বের সতীন হলে।
অবেলাতে টিপ দিয়েছো মহাকালের কপোলেতে
এলোকেশতো সাজাওনি জুঁই চামেলী বেলি ফুলে।
তোমার চোখে সেদিন যেমন মায়া ছিলো
ভুলে হয়তো রয়েছে আজও,
তবুও এ প্রেম ব্যার্থ হবে
তুমি কেবল একাকীত্বে মগ্ন হলে।
লাল চুড়িতে হাত বেধেঁছো
ঝুমকো দোলাও কানে
কেন তুমি ঠোঁট রাঙাওনি রংধনুর কোনো রঙ-এ? বসন্তের গোলাপ নাইবা নিলে তবে কেনো শীতের আমেজ ব্যার্থ করে দিলে??
প্রতিবিম্বে নিজেই তুমি মূক হলে
শতশৃঙ্গ উপেক্ষিত করে
ঘর বাধঁবো চলো খগোলের মানচিত্রে।