Paradise of the world (দুনিয়ার জান্নাত)

3 20
Avatar for MasudRanaPro
3 years ago

When one's paradise is in his heart, imprisonment or any other worldly harm touches him very little.

Shaykh al-Islam Ibn Taymiyyah (may Allah be pleased with him) said:

"There is a paradise in the life of this world. He who has not entered this paradise will not enter the paradise of the hereafter."

What does the paradise of the world mean?

Complete surrender to Allah, devotional worship, humility to Allah, adherence to the religion of Allah when others are averse and hypocrites are left behind, the servant enjoys the taste of Paradise in this world by conquering the religion of Allah. Only the sincere servants of Allah enjoy this joy Then the world seems to be paradise to them. So Ibn Taymiyyah said,

"He who has not entered the Paradise of this world

He will not enter the Hereafter. "

How many of us have been able to enter the paradise of this world. We have all made the life of this world a hell with the luxury of indulgence. How can we expect paradise from this hell. Everyone, even Baba Mao himself, is a hindrance to them. My father is pushing my sons and daughters towards hellish life. Alas. But Allah says:

وَإِنِ اسْتَنصَرُكُمْ فِي الدِّينِ فَعَلَيْكُمُ النَّصْرُ

And if they ask you for help in religion, then it is for you to help them (Surat al-Anfal 8 : 72).

Who is there to stop those who want to give up the luxurious hellish life and build a life of paradise by being humble and devoted to Allah?

কারও জান্নাত যখন তার হৃদয়েই থাকে,তখন কারাগার কিংবা অন্য কোন পার্থিব ক্ষতি তাকে খুব সামান্যই স্পর্শ করে।

শাইখুল ইসলাম ইবনু তাইমিয়্যাহ(রহ) বলেছেনঃ

"দুনিয়ার জীবনেও একটি জান্নাত আছে।যে এই জান্নাতে প্রবেশ করেনি,সে পরকালীন জান্নাতেও প্রবেশ করবে না।"

দুনিয়ার জান্নাত মানে কি?

আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ, একনিষ্ঠ ইবাদত,আল্লাহর প্রতি বিনয়াবনত হওয়া,যখন অন্যরা বিমুখ থাকে এবং মুনাফিকরা পেছনে পড়ে থাকে এমন অবস্থায় আল্লাহর দ্বীনের উপর ইস্তিকামাত থাকা,আল্লাহর দ্বীনকে বিজয়ী করার মাধ্যমে বান্দা দুনিয়াতেই জান্নাতের স্বাদ উপভোগ করে থাকে।একমাত্র আল্লাহর একনিষ্ঠ বান্দারাই এই আনন্দ উপভোগ করে।তখন দুনিয়াকেই তাদের কাছে জান্নাত মনে হয়।তাই ইবনু তাইমিয়্যাহ বলেছেন,

"যে এই দুনিয়ার জান্নাতে প্রবেশ করেনি,সে

পরকালীন জান্নাতেও প্রবেশ করবে না।"

আমরা কতজন দুনিয়ার জান্নাতে প্রবেশ করতে পেরেছি।সবাইতো ভোগ বিলাসিতা দিয়ে দুনিয়ার জীবনকে জাহান্নাম বানিয়ে ছেড়েছি।এই জাহান্নামে থেকে কিভাবে জান্নাতের আশা করতে পারি।আর যারা এই ভোগ বিলাসিতার জাহান্নামী জীবন ছেড়ে আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণ ভাবে আত্মসমর্পণ করে দিয়ে জান্নাতি জীবন গড়তে চায়,তার আশেপাশের সবাই এমন কি খোদ বাবা মাও তাদের ক বাধা প্রদান করে থাকে। খোদ বাবা মাই ছেলে মেয়েদের জাহান্নামী জীবনের দিকে ঠেলে দিচ্ছে।আফসোস। অথচ আল্লাহ বলেনঃ

وَإِنِ اسْتَنصَرُوكُمْ فِى الدِّينِ فَعَلَيْكُمُ النَّصْرُ

আর যদি তারা দ্বীন সম্মন্ধে তোমাদের নিকট সাহায্য প্রার্থনা করে তখন তাদের সাহায্য করা তোমাদের কর্তব্য ( সুরা আনফাল ৮ঃ৭২)

যারা ভোগ বিলাসবহুল জাহান্নামী জীবন ছেড়ে দিয়ে অনাড়ম্বর ও আল্লাহর প্রতি একনিষ্ঠ ভাবে বিনয়াবনত হয়ে জান্নাতি জীবন গড়তে চায় সেখানে অন্যরা বাধা দেয়ার কে?

3
$ 0.00
Avatar for MasudRanaPro
3 years ago

Comments

আমরা কতজন দুনিয়ার জান্নাতে প্রবেশ করতে পেরেছি।সবাইতো ভোগ বিলাসিতা দিয়ে দুনিয়ার জীবনকে জাহান্নাম বানিয়ে ছেড়েছি।এই জাহান্নামে থেকে কিভাবে জান্নাতের আশা করতে পারি।আর যারা এই ভোগ বিলাসিতার জাহান্নামী জীবন ছেড়ে আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণ ভাবে আত্মসমর্পণ করে দিয়ে জান্নাতি জীবন গড়তে চায়,তার আশেপাশের সবাই এমন কি খোদ বাবা মাও তাদের ক বাধা প্রদান করে থাকে। খোদ বাবা মাই ছেলে মেয়েদের জাহান্নামী জীবনের দিকে ঠেলে দিচ্ছে।আফসোস।

$ 0.00
User's avatar Mrm
3 years ago

Thanks for your kind information

$ 0.00
3 years ago

ইউ ক্যান মরে

$ 0.00
User's avatar Mrm
3 years ago