Middle Class (মধ্যবিত্ত)...

4 18
Avatar for MasudRanaPro
4 years ago

When today's youth was a teenager,

There was a messy feeling inside the left pocket.

Bekul was in the magic of unknown feelings.

When the boy crosses school boundaries,

The elders were very much in command of this family

Not to pay attention to education in this direction.

In the magic of unknown feelings in everything,

The boy fell in love.

Bevor was showing new dreams.

There was a strange fascination with the opposite sex.

The boy is now a teenager,

Learned to recognize and understand meaningless illusions.

The real face of the world has been seen.

Can't cry out more grief.

I had to sell my dream,

To the father's hard-earned money.

The boy is young now,

All freedom is not just desire,

You can't fall in love if you want to.

Hundreds of times to think about the environmental situation,

Because the boy is young now.

The responsibility of the family on the shoulders of the society of the country,

The task of making future plans yourself.

Where is the time to pay the price of one's own will.

That's the way it is,

This is how it goes.

আজকের যুবক যখন কিশোর ছিলো,

বাম পকেটের ভিতর অগোছালো অনুভূতি ছিলো।

ব্যকুল ছিলো অজানা অনুভূতির মায়াজালে।

ছেলেটি যখন স্কুলের গণ্ডি অতিক্রম করবে,

গুরুজন এ পরিবারের খুব করে আদেশ ছিলো

এদিক সেদিকে না এগিয়ে লেখাপড়ায় মন দিতে।

সবকিছুর মধ্যেই অজানা অনুভূতির মায়াজালে,

ছেলেটি প্রেমে পড়েছিল।

নতুন নতুন স্বপ্ন দেখায় বিভোর ছিলো।

বিপরীত লিঙ্গের প্রতি এক অদ্ভুত মোহ ছিলো।

ছেলেটি এখন কিশোর থেকে তারুণে্য পা বাড়িয়েছে ,

অর্থহীন মোহ চিনতে, বুঝতে শিখেছে।

পৃথিবীর আসল চির চেনা রুপ দেখতে পেয়েছে।

অধিক শোকে চিৎকার করে কাঁদতে পারেনা।

নিজের স্বপ্নটাকে বিক্রি করতে হয়েছে,

বাবার পরিশ্রমের টাকার কাছে।

ছেলেটি এখন যুবক,

সকল স্বাধীনতা আছে নেই শুধু ইচ্ছা আকাঙ্খা,

চাইলেই হুটহাট প্রেমে পড়তে পারেনা।

পরিবেশ পরিস্থিতি দেখতে হয় ভাবতে হয় শতবার,

কারণ ছেলেটি এখন যুবক।

কাঁধে দেশের সমাজের পরিবারের দায়িত্ব,

ভবিষ্যৎ পরিকল্পনা নিজেকে তৈরির কাজ।

সময় কোথায় নিজ ইচ্ছার দাম দিতে।

এভাবেই তো চলছে,

হে এভাবেই চলছে।

13
$ 0.00
Avatar for MasudRanaPro
4 years ago

Comments

Akdom thik.. Moddhobitto na pare gorib hoye bacte na pare duonir Moto hoye colte

$ 0.00
4 years ago

পদে পদে তাদেরকে লাঞ্চিত আর অপমানের বোঝা বয়ে বেড়াতে হয়। তাদের প্রতি সহানুভূতি নয় বরং ভালোবাসা রইলো অফুরন্ত....

$ 0.00
4 years ago