0
11
ফ্যাক্ট করোনাভাইরাস
(লকডাউন টাইমে লেখা একটি কবিতা)
================
আমি ঘর বন্দি আজ
বিহঙ্গ উড়ে অনন্ত আকাশ
বেলকনিতে বসে দ্যখি দৈত্যাকার ভবনাবাস
খাঁ খাঁ করছে জনশূন্য রাজপথ
কোলাহলের শূন্যতায় কেঁদে একাকার
সরিসৃপের মতো উড়ন্ত পথগুলো
যেন শূন্য হাহাকার।
ফুটপাতে মানুষের ভীড় ;
রাস্তার প্রশস্ত বুকে সারি সারি গাড়ি ;
চারদিক মানুষের কলরব ;
কোথায় যেন হারিয়েছে সব।
হঠাৎ করে উধাও
রমনার প্রেমিক যোগল ;
টি এস সির আড্ডাবাজি ;
সিনেপ্লেক্সে দর্শক ;
জীবন যুদ্ধে ছুটা ছুটি ।
কোথায় গেল সব ?
প্রতিদিন সকাল হয়
দিন শেষে সন্ধা,
আমি ভাবি কাল থেকে হয়ত
আগের মতো হবে সব
আবার ঘুরে দাঁড়াবো অামরা।
আমরা বাঙ্গালী
হারতে শিখিনি কভু,
বৈশ্বিক এই মহামারী
আমাদের রক্ষা করো প্রভু।