I want a man
Not a little farther
Let the relationship be out of touch.
I want a man
That would be my lonely companion,
Do not put your hand on your shoulder;
That palm becomes a shade like a tree.
I want a man
Who will correct my mistakes with his own hands,
It will continue to be a little naughty
But at the end of the day my place will be very close to his heart.
I want a man!
Who will understand my sorrow in the dullness of words,
Seeing the folds of the eyelids will tell that as much as my autobiography!
I want such a spiritual distance.
I want a man
Disobedient hair in the wind and dust will cover the area with a small rebuke,
I will cross him with seven births.
I want such a caring shade!
I want a man
Who will accept without hesitation as much as my childish unchanging bad habits,
That will be a partner in my suffering.
I want such a distant man!
I want a man
Who will get wet in the rain on the pretext of seeing me,
Borrow the pen under the pretext of touching the finger.
I want such a distance!
That will be the happiness of the house inside me
When he is in trouble, he will shrug and hold his chest and say,
Will you give me the responsibility of wet eyes?
Who will live away from the body
But very close to the soul,
I want such a person very much.
আমার একটা মানুষ চাই
কাছের নয় একটু দূরের
সম্পর্কটা হোক ছোঁয়ার বাহির।
আমার একটা মানুষ চাই
যে কিনা আমার একাকিত্বের সঙ্গী হবে,
না না কাঁধে হাত রেখে না ;
ঐ যে তাল গাছটার মতো ছায়া হয়ে।
আমার একটা মানুষ চাই
যে কিনা আমার ভুলগুলো শুধরে দিবে আপন হাতে,
একটু -আধটু খুনসুটিতে লেগেই থাকবে
তবে দিন শেষে আমার জায়গা হবে তার হৃদপিণ্ডের খুব কাছাকাছি।
আমার একটা মানুষ চাই!
যে কিনা কথার জড়তায় বুঝে ফেলবে আমার দুঃখটা,
চোখের পাতার ভাজ দেখেই যে বলে দিবে আমার না বলা যত আত্মকথন!
এমন একটা আত্মিক দূরত্ব চাই।
আমার একটা মানুষ চাই
বাতাসে অবাধ্য চুল আর ধুলোয় লেপ্টে যাওয়া আঁচল সামলে দিবে একটা ছোট্ট বকুনিতে,
যাকে পাশে রেখে পাড়ি দিবো সাত সাতটা জনম।
এমন যত্নশীল একটা ছায়া খুব চাই!
আমার একটা মানুষ চাই
যে কিনা নির্দ্বিধায় বরণ করে নেবে আমার যত ছেলেমানুষি আমার না বদলানো বদভ্যেস,
যে আমার কষ্টগুলোর অংশীদার হবে।
এমন একটা দূরের মানুষ চাই!
আমার একটা মানুষ চাই
যে কিনা আমায় দেখার অযুহাতে বৃষ্টিতে ভিজবে,
কলম ধার নেবে আঙুল ছোঁয়ার বাহানায়।
এমন একটা দূরত্ব খুব চাই!
যে আমার ভিতর ঘরের সুখ হবে
কষ্ট পেলে সংকোচ ফেলে বুকে আঁকড়ে ধরে বলবে,
ভেজা চোখের দায়িত্বটা আমায় দিবি?
যার বসবাস হবে দেহ থেকে দূরে
তবে আত্মার খুব কাছাকাছি,
এমন একটা মানুষ খুব চাই।
যে কিনা আমার ভুলগুলো শুধরে দিবে আপন হাতে,
একটু -আধটু খুনসুটিতে লেগেই থাকবে
তবে দিন শেষে আমার জায়গা হবে তার হৃদপিণ্ডের খুব কাছাকাছি।
আমার একটা মানুষ চাই!
যে কিনা কথার জড়তায় বুঝে ফেলবে আমার দুঃখটা,
চোখের পাতার ভাজ দেখেই যে বলে দিবে আমার না বলা যত আত্মকথন!
এমন একটা আত্মিক দূরত্ব চাই।
আমার একটা মানুষ চাই