Dear (প্রিয়)

2 17
Avatar for MasudRanaPro
4 years ago

Why do you feel that way when you see me today?

Where! I have never felt like that before!

Why are you blinking at me today?

Why agree to roll the water very easily!

Today you are not neglecting me at all.

Why are you crying today, when the day is over?

I didn't even hear it - I used to say 'love' when before.

Why do you wake up so sad to hear today?

Didn't look at the colorful clothes, today I am wearing a shroud!

Why do I feel this white of the shroud, but yours?

Why are you screaming and wailing?

What will be the benefit of crying today, a little later burial!

Dear to stay, wanted a rose flower.

What will be the payment for the bouquet of flowers today!

When I die, I will be so precious to you.

If you knew dear, I would have died long ago!

আমায় দেখে আজকে তোমার এমন কেন লাগে?

কই! এমন কভু লাগেনি তো আর কখনো আগে!

আমায় দেখে চোখ ছলছল করছে কেন আজি?

খুব সহজে জল গড়িয়ে পরতে কেন রাজি!

আজ যে আমায় একটুখানিও করছো না অবহেলা।

আজকে কেন কাঁদছো তুমি,যখন ফুরিয়ে গেছে বেলা?

শুনেও শোনোনি- 'ভালবাসি' বলতাম যখন আগে।

আজকে কেন শুনতে তোমার এতটা সাধ জাগে?

রঙিন পোশাকে তাকিয়ে দেখোনি,আজ পরেছি কাফন!

কেন কাফনের এই সাদায় আমায় লাগছে তবু আপন?

কেন আর্তনাদ আর হাহাকারে তোমার বুকে কাপন?

কাঁদলে কি আর লাভ হবে আজ,একটু পরেই দাফন!

থাকতে প্রিয়, চেয়েছিলাম একটি গোলাপ ফুল।

আজকে ফুলের তোড়ায় কি আর শোধ হবে মাশুল!

মরে গেলে তোমার কাছে হবো এত দামী।

জানলে প্রিয়, অনেক আগেই মরে যেতাম আমি!

2
$ 0.00

Comments

Great article..... will you please subscribe me

$ 0.00
4 years ago