বই:- চলো সোনালি অতীত পানে।
লেখক:- শাইখ আব্দুল মালিক আল-কাসিম।
অনুবাদক:- আমীমুল ইহসান।
মূল্য:- ১২৪(মলাটমূল্য)টাকা।
পৃষ্ঠা:- ৯০।
প্রকাশনী:- রুহামা পাবলিকেশন।
পুরো বিশ্বের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন-শঙ্কিত। জুলুম-নির্যাতন,হত্যা-লুন্ঠন, ব্যভিচার-অশ্লীলতা ক্রমশ বেড়েই চলেছে! এসবের অবসান হোক, এটা আমাদের সবার চাওয়া। কিন্তু আমরা কয়জন চলি সে পথে? যে পথে মানুষের জীবনের শান্তি-নিরাপত্তা রয়েছে!
আমরা কি আমাদের সোনালি অতীত পানে দৃষ্টি ফিরাই? তাদের মতো কি হওয়ার চেষ্টা করি, যাদের নিয়ে আমরা গর্ব করি!
আফসোস, সোনালি যুগের সেই আলোকিত মানুষদের সাথে আজ আমাদের কতই না পার্থক্য! আমরা যে কেবল নিজেদের তাঁদের উত্তরসূরিই দাবি করছি, আপ পথ চলছি তাঁদের আদর্শ ভুলে!
হ্যাঁ, আমরা যদি ফিরে পেতে চাই তাঁদের সময়কার মতো একটি আদর্শ সমাজ, তবে আমাদের দৃষ্টি ফিরাতে হবে সেই সোনালি অতীত পানে ; নিজেদের রাঙাতে হবে তাঁদের রঙে।
সোনালি যুগের আলোকিত মানুষদের অনুপম কিছু বৈশিষ্ট্য অতি চমৎকারভাবে উপস্থাপন করেছেন ‘শাইখ আব্দুল মালিক আল-কাসিম’ তার ‘ইনতালিক বিনা’ নামক তাঁর অনন্য সাধারণ গ্রন্থে। আর লেখকের এই বইটি ‘আমীমুল ইহসান’ অনুবাদ করেছেন ‘চলো সোনালি অতীত পানে’ নাম দিয়ে।
বইটি সর্বমোট ৩৩ টি অধ্যায়ে রচিত, আর প্রতিটি অধ্যায়ে রয়েছে ইসলামের সোনালি যুগের আলোকিত মানুষদের কিছু অনন্য সাধারণ ঘটনা, যা আমাদের প্রেরনা জোগাবে।
বইটা পড়ে আমরা অনেক উপকৃত হবো বলে মনে করি, এবং বইটি উল্লিখিত উপদেশ গুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারবো।