Beloved (প্রিয়জন)

0 10
Avatar for MasudRanaPro
4 years ago

People who don't have loved ones,

That man is never alone!

That's when people love the city,

When the city is full of loved ones!

Loved ones don't last long,

When they leave, the city doesn't look like it used to,

Only strong Maya works towards the city,

Then one evening or night,

People leave the city Maya!

Where did they come from,

Those who left the average account left,

The memory is gone with everything.

People keep saying,

This city is not for me!

But where is the mistake,

Probably not the city, the people of the city are not ours!

যে মানুষের প্রিয়জন নেই,

সে মানুষ কখনো একা হয় না!

শহরটাকে মানুষ তখনই ভালোবাসে,

যখন শহরটা প্রিয়জনে ভরে যায়!

প্রিয়জনেরা বেশিদিন থাকে না,

তারা চলে গেলে শহরটাও তখন আর আগের মতো লাগে না,

শুধু প্রবল মায়া কাজ করে শহরের প্রতি,

তারপর কোনো এক সন্ধ্যা অথবা রাতে,

মানুষ চলে যায় শহরের মায়া ত্যাগ করে!

ওরা কোথা থেকে এসেছে,

যারা গড়মিল হিসাব রেখে গেছে চলে,

সব গুছিয়ে নিয়ে স্মৃতিটা ফেলে গেছে।

যেতে যেতে বারবার মানুষ বলে,

এই শহর আমার জন্য নয়!

তবে কোথায় যেন ভুলটা হচ্ছে,

সম্ভবত শহর নয়, শহরের মানুষগুলো আমাদের নয়!

5
$ 0.00

Comments