বাবা
বাবা...
আবেগের অপর নাম বাবা।সাহস সঞ্চারের পথে হার না মানা এক নাবিকের নাম বাবা।বাবা মানেই চলার পথের রেলগাড়ি,যার ঝাঁকুনিতে প্রশান্ত হয় মন। জীবনের প্রত্যেক ক্ষেত্রে বাবা স্বার্থপরের মতো নিজের সবকিছু বিলিয়ে দেন সন্তানের জন্য। নিজের কাছে সন্তানের আবদার আকাশ ছোঁয়া স্বপ্নের চেয়েও বিশাল। নিজে খেয়ে না খেয়ে অন্ন যোগান দেন পরিবারে,সন্তানের। ছেলে-মেয়ের খুশির জন্য নিজের ইচ্ছাকে মরণ দিয়ে সন্তানের ইচ্ছাটাকে বড় করে দেখার নামই হলো বাবা।
যখন আমি ছোট ছিলাম। তখন বাবার সাথে লুঙ্গি ধরে ধরে হাটতাম। খুব মজা পেতাম। বাবার ঘামের গন্ধটা যেনো আমার কাছে অমৃত। এখন বাবার সেই ফেলে দেওয়া জামা পরিধান করে আমি খুব মজা পাই। বাবার সেই পুরোনো লুঙ্গিটাই আমার কাছে সোনার চেয়েও মহামূল্যবান।
ভালোবাসি বাবা। পৃথিবীর সকল বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রইলো।
Great article.....you are absolutely right....A father is the male parent of a child. Besides the paternal bonds of a father to his children, the father may have a parental, legal, and social relationship with the child that carries with it certain rights and obligations....Fathers, like mothers, are pillars in the development of a child's emotional well-being. Children look to their fathers to lay down the rules and enforce them. They also look to their fathers to provide a feeling of security, both physical and emotional.... A good father makes all the difference in a child's life. He's a pillar of strength, support, and joy. His work is endless and, sometimes, thankless. But in the end, it shows in the sound, well-adjusted children he raises. A good father loves his children, but he doesn't let them get away with everything....