যে কোন দুঃখ না পাওয়া অসুস্থতায় কক্ষনো প্রথমে কারো কাছে হাত পাততে যাবেন না, একদমই না।
প্রথমে আল্লাহর কাছে সেজদারত হয়ে যান... তার দরজায় কড়া নাড়তে থাকুন তিনিই আপনার চাওয়া পূরন করে দেওয়ার এক মাত্র মালিক।
حَسْبُنَا ٱللَّهُ وَنِعْمَ ٱلْوَكِيلُ
"হাসবুনাল্লা-হু ওয়া নি'মাল ওয়াকি-ল"
আল্লাহই আমাদের জন্য যথেষ্ট ও উত্তম।
(সুরা ইমরান-১৭৩)
জীবনে তিনটা জিনিসকে গলার মালা হিসেবে পড়ে নেন
১) আল্লাহর শুকুর গুজার বান্দা হয়ে যান।
২) তাহাজ্জুদ গুজারি বান্দা হয়ে যান।
৩) আর যিকিরে ও ইস্তেগফারে ঠোঁটদুটো ভিজিয়ে রাখেন। দেখবেন আল্লাহ নিজ থেকে আপনার গার্জেন হয়ে যাবেন। যখন যেটা আপনার জন্য উত্তম তাই আপনাকে সময় মত চাওয়ার আগেই উপহার দিবেন ইনশাআল্লাহ।
নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি,,,,,
তাই হতাশা/ ডিপ্রেশন/ না পাওয়া নিয়ে আত্মহত্যা নয়
শুধু যখন যে অবস্থায় থাকেন বলেন
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল,
আপনি যখন যেভাবে আমাকে রাখেন আমি সেভাবেই খুশি, আপনার সন্তুষ্টিতেই আমি সন্তুষ্ট।
ইয়া রব্বী আপনি শুধু আমার পাশে থাকেন,,,
একটা চোখের পলক পড়তে যতটুকু সময় লাগে অতটুকু সময়ের জন্যোও আপনি আমাকে একা ছেড়ে দিবেন না।
আপনার সন্তুষ্টির পথে আমাকে রাখুন দুনিয়া এবং আখেরাতে,,,,,, 🌱
জেনে রেখ, নিশ্চয়ই আল্লাহর সাহায্য নিকটবর্তী।
رَبَّنَا اغْفِرْلَنَا ذُنُوْبَنَا وَ إِسْرَافَنَا فِيْ أَمْرِنَا وَ ثَبِّتْ أَقْدَامَنَا وَ انْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِيْنَ
উচ্চারণ : রাব্বানাগফিরলানা জুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া ছাব্বিত আক্বদামানা ওয়াংছুরনা আলাল ক্বাওমিল কাফিরিন।
অর্থ : ‘হে আমাদের প্রতিপালক! আমাদের পাপ এবং আমাদের কাজের সীমা লঙ্ঘন তুমি ক্ষমা কর, আমাদের পদচারণা সুদৃঢ় রাখ এবং অবিশ্বাসী সম্প্রদায়ের বিরুদ্ধে (যে কোনো চক্রান্তের বিপরীতে) আমাদের সাহায্য কর।’
(সুরা আল-ইমরান : আয়াত ১৪৭)
Never reach out to anyone for any unhappy illness, not at all.
First prostrate before Allah ... keep knocking on his door, He is the only owner to fulfill your desire.
حَسْبُنَا ّللَّهُ وَنِعْمَ ٱلْوَكِيلُ
"Hasbunalla-hu wa ni'mal waki-la"
GOD is sufficient for us.
(Surah Imran-173)
Three things in life fall as a necklace
1) Thank God, become a servant.
2) Tahajjud Gujari became a slave.
3) And keep your lips wet in remembrance and forgiveness. You will see that Allah will be your guardian by Himself. When that which is best for you will give you a gift before you ask for it inshaAllah.
Speaking from my own life experience ,,,,,
So frustration / depression / not getting it is not suicide
Only when said to be in that state
Alhamdulillahi Rabbil Alamin,
Alhamdulillahi ala qulli hal,
I am happy with the way you treat me, I am happy with your satisfaction.
Ya Rabbi you are just by my side ,,,
You will not leave me alone for as long as it takes to blink an eye.
Put me on the path of your satisfaction in this world and in the hereafter ,,,,,,
Know that the help of Allah is near.
Our Lord! Forgive us our sins and our extravagance in Our commandments, and establish our footsteps, and help us against the disbelieving people.
Pronunciation: Rabbanagfirlana Junubana wa Israfana fi Amarina wa Chabbit Akbadamana Wangshurna Alal Qawmil Kafirin.
Meaning: ‘O our Lord! Forgive us our sins and our transgressions, keep our foothold, and help us against the unbelieving people. "
(Surat al-Imran: 147)