1
15
বেশি পড়ালেখা করলে যে শিক্ষিত হওয়া যায়। আসলে সেটা মোটেও ঠিক নয়। কারন অনেক মানুষ আছে যারা অনেক পড়ালেখা করে অনেক ডিগ্রি অর্জন করেছে কিন্তু তাদের মধ্যে কোন মনুষত্ব নেই। তারা সব মানুষকে মানুষ মনে করে না। তারা চিনে তাদের স্বার্থ। যদি কারো খারাপ সময়ে মানুষের পাশে না দাড়ানো যায় তাহলে সেই শিক্ষার কি কোনো দাম আছে। কোনো দাম নাই। যেই শিক্ষা মানুষকে শিক্ষিত করে, সেই শিক্ষা নিয়ে মানুষ যদি অশিক্ষিতর মতো আচরণ করে তাহলে তার শিক্ষা পুরাই ব্যার্থ।
আবার দেখা যাবে অনেকে ছোটোবেলা থেকে টাকার অভাবে পড়ালেখা করতে পারেনি। কিন্তু তার ভিতোরে মনুষ্যত্ব আছে। তারা কাউকে অসম্মান করে কথা বলে না। তার শিক্ষিত না হয়েও শিক্ষার দাম দিতে জানে।
যেই শিক্ষার দাম দিতে পারবে সেই শিক্ষায় শিক্ষিত হতে হবে। সেই শিক্ষা মানুষকে অমানুষ বানায় সেই শিক্ষায় কোনো লাভ নাই।
Good but so short article