উদ্যোক্তা শব্দের সাথে আমরা সবাই মোটামুটি পরিচি। বাংলাদেশ একটি ঘন বসতির দেশ। এই দেশের অধিকাংশ শিক্ষিত যুবক বেকার। দেশের জনসংখ্যার হারে চাকরির বাজার একদমই সীমিত। তাই বর্তমান যুব সমাজের উচিত উদ্যোক্তা হয়ে ওঠা। এর জন্য আমাদের প্রয়োজন প্রবল ইচ্ছাশক্তি। উদ্যোগক্তা হিসেবে গড়ে উঠতে হলে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। যেমনঃ-
১. পণ্য নির্বাচন
২. ক্রেতার চাহিদা বিবেচনা
৩. এলাকা নির্বাচন
৪. মূল্য নির্ধারণ
৫. পণ্য বন্টন
আমাদের নিজেদের উদ্যোক্তা হিসেবে গড় উঠতে হলে প্রথমে আমাদের পণ্য নির্বাচন করতে হবে। এর জন্য প্রয়োজন ক্রেতার চাহিদার কথা বিবেচনা করা। কোন পণ্যের জন্য চাহিদা বেশি এইদিক অবশ্যই খেয়াল রাখতে হবে। না হলে আমাদের উদ্দেশ্য সফল হবে না। পণ্য নির্বাচন শেষে প্রয়োজন এলাকা নির্ধার। কোন এলাকায় আমাদের পণ্যটি বেশি বিক্রি হবে এই নিয়ে ভাবতে হবে। এই ক্ষেত্রে শুধু পণ্য বিক্রি না বিভিন্ন প্রেসারের দিকগুলোও লক্ষ্য রাখতে হবে। এলাকা নির্বাচন শেষে আমাদের পণ্য এর মূল্য নির্ধারণ করা। মূল্য খুবই গুরত্বপূর্ণ। মূল্য সঠিকভাবে নির্ধারণ না করলে ক্ষতির মুখে পড়তে হবে। মূল্য নির্ধারণ শেষে প্রয়োজন পণ্য বন্টন। আমাদের নির্ধারিত এলাকায় পণ্য পৌঁছে দিতে হবে। এই কাজ করে একদিন সফল হওয়া যাবে....
হ্যা ভাই আপনি একদম সঠিক তথ্যটি তুলে ধরেছেন...কোনো কছু করার জন্যে উদ্যোক্তার বিষেশ ভাবে প্রয়োজন। ধন্যবাদ আপনাকে তথ্যটি তুলে ধরার জন্যে