Hachi - A Dogs Tale

1 27
Avatar for Manik0
Written by
3 years ago

লাইফের দেখা অন্যতম সেরা মুভি 😥

দেখতে পারেন ১০০% ভাল লাগবে...

"Hachi - A Dogs Tale" (2009)

Genre - Family, Drama, Biography.

Director - Lasse Hallstrom

Cast - Richard Gere , Joan Allen.

#স্পয়লারএলার্ট

প্রফেসর উইলসন পার্কার প্রতিদিনকার মতো সেদিনও

ক্লাস শেষ করে বাসায় ফিরছিলেন। স্টেশনের

প্ল্যাটফর্মে হাটার সময় একটি কুকুর তার সামনে এসে

পড়ে। কুকুরের গলায় লকেট দেখেই তিনি বুঝতে

পারেন সে তার মালিককে হারিয়েছে। কুকুরটিকে

স্টেশন মাস্টারের কাছে নিয়ে যান যেনো মালিক

খোঁজ করলে সহজে খুঁজে পায়। কিন্তু স্টেশন মাস্টার

উটকো ঝামেলার কথা ভেবে রাখতে অসম্মতি জানায়।

অগত্যা প্রফেসর প্রকৃত মালিককে ফিরিয়ে দেয়ার আশায়

কুকুরটিকে সেদিনের মতো নিজের বাসায় নিয়ে আসে।

তার পর দিন নিখোঁজ সংবাদ ছাপান এবং একটি সরকারী পশু

পালন সংস্থার কাছে গিয়ে এর কোনো মালিকানা খুঁজে না

পাওয়ায় স্ত্রীর অনিচ্ছা থাকার পরও নিজের কাছেই

রেখে দেন এবং আদর যত্ন করে ধীরে ধীরে বড়

করে তুলেন। প্রফেসরের এক জাপানিজ বন্ধুর সহায়তায়

তিনি জানতে পারেন কুকুরটির নাম "হাচি"।

জাপানের একটি বিশেষ প্রজাতির কুকুরের জাত "আকিতা"। হাচি

হচ্ছে আকিতা গোত্রের কুকুর। আকিতা জাতের

কুকুরগুলো প্রচন্ড প্রভু ভক্ত হয়।

হাচি প্রতিদিন প্রফেসরকে রেলস্টেশন পর্যন্ত এগিয়ে

দিয়ে আসতো এবং সারাদিন মনিবের ফেরার অপেক্ষায়

থাকতো।

বিকাল ৫ টায় ট্রেনের হুইসেল শুনলেই দেয়াল টপকিয়ে

বা মাটি খুঁড়ে বাসা থেকে পালিয়ে গিয়ে আবার

প্রফেসরকে বাসায় নিয়ে আসতো।

কিন্তু একদিন সকালে হাচি আর প্রফেসরকে এগিয়ে দিয়ে

আসতে যায় না।

তার আগেরদিন রাতে প্রফেসর আর তার স্ত্রীর ঘনিষ্ঠ

সময়ের কিছু শব্দ হাচি শুনতে পায়।

পোশা প্রাণী গুলো সবসময়ই নিজের আলাদা গুরুত্ব চায়।

মালিকের একান্ত ভালোবাসা চায় তারা। মালিকের ভালোবাসায়

অন্য কোনো প্রাণির অস্তিত্ব তারা সহ্য করতে পারে না।

( কলকাতার সৃজিত মূখার্জীর "নির্বাক" চলচ্চিত্রেও এই

বোবা ভালোবাসার চমৎকার বহিঃপ্রকাশ দেখেছিলাম।)

হাচি কি সেদিন ঈর্ষান্বিত হয়েই স্টেশনে যেতে চায়নি

নাকি অন্য কোনো ইঙ্গিত দিয়েছিলো???

কারন সেদিনের পরে আর প্রফেসর ফিরে আসেননি।

ক্লাস করানোর সময় হঠাৎ হার্ট এটাকে মারা যান তিনি।

কিন্তু তার পরও দিনের পর দিন , বছরের পর বছর হাচি

স্টেশনের বাহিরে প্রফেসরের অপেক্ষায় বসে

থাকতো। হয়তো কোনো একদিন উইলসন

প্ল্যাটফর্মের দরজা থেকে বেড়িয়ে এসেই হাচিকে

জড়িয়ে ধরবে সেই আশায়।

১৯৮৭ সালে জাপানে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ছবি

"Hachiko Monogatari" এর অফিশিয়াল হলিউড রিমেইক

হচ্ছে "Hachi-A Dogs Tale"। হাচি যে রিমেইক সিনেমা তা

জানতাম না। জানলে হয়তো জাপানিজটাই দেখতাম। একটি

সিনেমার গল্প, প্রকৃতি, চরিত্র, আবহাওয়ার ভিত্তিতে মূল ছবির

যে একটা আলাদা আবেদন থাকে রিমেইকে তা শত ভাগ

উঠে আসেনা বলে মনে করি। তার মানে এই না যে

হলিউডেরটা খারাপ হয়েছে। এতো চমৎকার রিমেইক

করেছে যাদের সিনেমা দেখে আবেগে কান্নাকাটি

করার স্বভাব আছে তারা চোখজোড়াকে হালকা ভিজিয়ে

নিতে পারবেন।

প্রফেসরের নাতি তার ক্লাসে " My Hero " টপিকের উপর

গল্প বলছিলো, সিনেমার শুরুটা সেখান থেকেই।

গল্পের শেষে চমৎকার একটি ডায়লগ আছে - "Hachi

taught me the meaning of loyalty and you should never

forget anyone that you love.And that's why Hachi will

forever be my hero."

সিনেমা শেষে "হাচি-এ ডগস টেইল" একটি বিষাদের গল্প

বলে, শূন্যতার গল্প বলে, মন খারাপের গল্প বলে।

অবশিষ্ট - সত্যিকারের হাচির জন্ম হয় ১৯২৩ সালে জাপানে।

১৯২৫ সালে প্রভু বিয়োগের পর হাচি জাপানের শিবুয়া

স্টেশনে চলে আসে এবং পরবর্তী নয় বছর প্রভুর

অপেক্ষায় এখানেই কাটিয়ে দেয়।

১৯৩৪ সালে হাচি মারা যায়।

হাচি শিবুয়া স্টেশনের বাহিরে যে যায়গায় প্রভুর অপেক্ষায়

থাকতো এখন ঠিক সেই জায়গাতেই হাচির সম্মানে একটি

ব্রোঞ্জের স্ট্যাচু রয়েছে।

IMDB - 8.1

1
$ 0.00
Avatar for Manik0
Written by
3 years ago

Comments

I liked your writing very much

$ 0.00
3 years ago