Devdas

0 25
Avatar for Manik0
Written by
4 years ago

Review of Movies:

Devdas (2002)

Genre: Romance, Drama

Cast: 1. Shahrukh Khan as Devdas

2. Aishwarya Rai as Parvati 'Paro'

3. Madhuri Dixit as Chandramukhi

4. Jackie Shroff as Chunnilal and many more

Released: July 11, 2002

IMDb Rate: 7.6/10

Personal Rate: Same

#MILDSPOILER

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস একটি জনপ্রিয় উপন্যাস। এই উপন্যাস নিয়ে মুভি নির্মান করা হয়েছে। যেমন ১৯৫৫ সালের দেবদাস মুভিতে লিড রোলে ছিলেন দীলিপ কুমার এবং ২০০২ সালের দেবদাস মুভিতে লীড রোলে ছিলেন বলিউডের বাদশাহ খ্যাত শাহরুখ খান। এই মুভির পরিচালক ছিলেন সঞ্জয় লীলা বানসালি এবং এটি ছিলো শাহরুখের সাথে বানসালীর প্রথম ও শেষ কোলাবরেশন। এরপর শাহরুখ আর সঞ্জয় লীলা বানসালীর কোন মুভিতে সাইন করেন নি। এটি রিলিজ হয়েছে অলমোস্ট ১৮ বছর পেরিয়ে গিয়েছে। আর এই মুভিতে শাহরুখের পারফরমেন্স আমার কাছে ভালোই লেগেছে।

PLOT SUMMARY: দেবদাস কৌশল্য মুখার্জির একমাত্র পুত্র। দেবদাস তার পড়াশুনা শেষ করে ইংল্যান্ড থেকে ফিরে আসে। সে জমিদার পরিবারের সন্তান। দেবদাস তার ছোটবেলার খেলার সাথী পার্বতি অরফে পারোকে ভালোবাসতো। কিন্তু তার পরিবার তার এই ভালোবাসা মানতে পারছিলোনা। তাই দেবদাস অন্যত্র চলে যায়। এরপর তার সাথে দেখা হয় চুন্নিলাল এবং চন্দ্রমুখির সাথে। এদিকে পার্বতির বিয়ে হয়ে যায়। দেব বুঝতে পারে যে সে একটি পতিতালয়ে এসেছে এবং চন্দ্রমুখি একজন তাবায়েফ (পতিতা)। এরপর সে মদ খেতে শুরু করে। আর দুর্গাপুজার সময়ে পার্বতি সেই পতিতালয়ে আসে এবং চন্দ্রমুখীর সাথে দেখা হয়। এরপর দেবদাস মদ পান করছে তো করছেই। কিন্তু যখন সে ট্রেন স্টেশন থেকে নামতে যাবে, তখনই তার শরীরের অবস্থা হয়ে যায় খারাপ। এরপর সে পারোর শ্বশুরবাড়ির গেটের দিকে আসতে না আসতেই তার শরীর অনেক খারাপ হয়ে যায় ফলে শেষে দেবদাস মারা যায়।

আমি আগেই বলেছি, দেবদাসে বলিউড বাদশাহের অভিনয় ভালো লেগেছে সাথে সাথে ঐশ্বরিয়ার অভিনয়ও মোটামুটি ভালোই ছিলো। আর এন্ডিং টা আমার কাছে একটু হৃদয়বিদারক লেগেছে। আর গানগুলোও মোটামুটি এভারগ্রীন ছিলো। ডোলা রে ডোলা, বেয়রি পিয়া, হামেশা তুমকো চাহা, সিলসিলা ইয়ে চাহাত কা হচ্ছে এই মুভির কয়েকটি উল্লেখযোগ্য গান। এর মধ্যে বেয়রি পিয়া আমার খুবই পছন্দের।

H-A-P-P-Y W-A-T-C-H-I-N-G

0
$ 0.01
$ 0.01 from @TheRandomRewarder
Avatar for Manik0
Written by
4 years ago

Comments