বোন শব্দটার সাথে একটা অন্য রকম অনুভূতি জড়িয়ে আছে। বোন মানে শত শত আবদার আর ছোট ছোট খুনসুটি। বোন মানে মায়ায় জড়ানো কণ্ঠ। বোন অভাব শুধু তারাই বুজতে পারবে যাদের বোন নেই। একটি পরিবারে একটি বোন থাকা মানে একটি সুন্দর গোছালো ঘর। কখনো বোনকে বলতেও হয় না যে ঘরটা গুছিয়ে রাখা তোমার দ্বায়িত্ব। সে নিজেই বুজে যায় নিজে থেকেই সব কাজ করে রাখে। বড় বোন মানে মা। মায়ের অবর্তমানে বড় বোন কখনো মায়ের অভাব বুজতে দেয় না। ছোট বোন হলো পরিবারের আলো। কিন্তু যখনোই মা বাড়ি থাকে না তখনোই এই আদরের ছোট বোনটাও যেনো একদিনে অনেক বড় হয়ে যায়। কখনো কাজ না করা বোনটাও সেদিন সব দ্বায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়।
বোনকে ভালোবাসুন। তার যত্ন নেন.....
Right