বিজ্ঞান চর্চা

1 19
Avatar for Manik0
Written by
3 years ago

পপ সাইন্স

-------------

আমি প্রায়ই সাইন্স বিষয়ক লেখা লিখি। এগুলোকে বলা চলে সাইন্সের ল্যাংগুয়েজ ভার্সন। এই লেখাগুলোতে পদার্থ বিজ্ঞানের জটিল গানিতিক সমীকরণগুলি সম্পূর্ণরূপেই এড়িয়ে চলার চেস্টা করি। উদ্দেশ্য একটাই, যাদের একদমও সাইন্সের ব্যাকগ্রাউন্ড নাই, তারাও যাতে বিষয়গুলি সহজে বুঝতে পারে, বিজ্ঞানের সৌন্দর্যে মুগ্ধ হতে পারে।

তবে যারা তরুণ, ভবিষ্যতে সাইন্টিস্ট, গবেষক হতে চাও, তাদেরকে উদ্দেশ্য করে বলছি সাইন্সের দু'একখানা ল্যাংগুয়েজ ভার্সন বই পড়া মানেই সাইন্স শেখা নয়, সব জেনে ফেলা নয়। সাইন্টিস্ট হতে চাইলে ব্যাকগ্রাউন্ডের অল ফিজিক্স এবং ম্যাথ জানা দরকার, এবং সেগুলোকে ভালমতো বুঝা দরকার।

সাইন্সে মুখস্তবিদ্যার কোন জায়গা নাই।

সাধারণত বিজ্ঞানীরা যখন জনসাধারণের জন্য কোন বই লেখেন, তখন তারা তাদের কথা মাথায় রেখে বিজ্ঞানের জটিল গানিতিক সমীকরণগুলিকে ব্যবহার না করে বরং সেগুলি কীভাবে প্রকৃতিকে ব্যাখ্যা করছে, সেসব ভাষার সাহায্যে তুলে ধরেন।

উদাহরণ: A brief history of time, Blackholes and baby universes, The first three minutes etc.

তবে যখন তারা সাইন্টিফিক কমিউনিটির সাথে কথা বলেন, তখন তারা সাইন্সের ভাষায় কথা বলেন, জটিল গানিতিক সমীকরণগুলিকে ব্যবহার করে কথা বলেন।

তাই আমি "সময়ের সম্প্রসারণ (Time dilation)", "স্থান সংকোচন (space contraction)", " কৃষ্ণগহ্বর (blackholes)", কিংবা "বৃহৎ বিস্ফোরণ (big bang)" সম্পর্কে যেসব কথা বলে থাকি, সেগুলো হল মূলত ওসব সমীকরণের ল্যাংগুয়েজ ভার্সন।

একটি ছোট্ট উদাহরণ দিয়ে জিনিসটাকে আরো ক্লিয়ার করার চেস্টা করি।

"ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর" নিয়ে কত লেখাই না অনলাইনে ঘুরে বেড়ায়! কিন্তু এর পেছনের ম্যাথটার কয়জনই বা খোঁজ করে! জানতে চায়! "কৃষ্ণগহ্বর বা ব্ল্যাকহোল" হল অতিকায় ভারী বস্তুর ক্ষেত্রে সাধারণ আপেক্ষিক তত্ত্বের প্রায়োগিক প্রেডিকশন। সংযুক্ত চিত্রে দেখে নিন এর ম্যাথটা আসলে কেমন।

একই কথা প্রযোজ্য হাইজেনবার্গ-এর অনিশ্চয়তা সূত্র বা কোয়ান্টাম ফ্লাক্সুয়েশন-এর ক্ষেত্রে। এটার পিছনের ম্যাথটার দিকেও একবার চোখ বুলিয়ে নিন।

তাই দু'এক খানা বিজ্ঞানের ল্যাংগুয়েজ ভার্সন বই পড়া মানেই বিজ্ঞানী হয়ে যাওয়া নয়। রজার পেনরোজ, ফাইনম্যান, হকিংস কিংবা আইনস্টাইনের মত হতে হলে আপনার ব্রেইনকে আগে ম্যাথ-ফিজিক্সের মধ্য দিয়ে দীর্ঘ সময় ট্রেইন করাতে হবে।

আপনি জানেন কী আইনস্টাইন তার জেনারেল থিউরি অফ রিলেটিভিটি আবিষ্কারের জন্য জীবনের টানা দশটি বছর সময় ব্যয় করেছিলেন!

-------------------------------------------------------------

১) জেনারেল রিলেটিভিটির ম্যাথের সোর্স লিঙ্ক

https://pdg.lbl.gov/2020/reviews/rpp2020-rev-gravity-tests.pdf

২) হাইজেনবার্গের অনিশ্চয়তা থিউরি

https://journals.aps.org/pr/abstract/10.1103/PhysRev.34.163

3
$ 0.00
Avatar for Manik0
Written by
3 years ago

Comments

nice post about of science

$ 0.00
3 years ago