This is the best malayalum movie I have ever seen after Charlie
Bangalore Days (2014)
Malayalum ( বিসাব আছে)
Romance,Drama-Comedy
IMDb Rating: 8.3/10(15,835)
(নো স্পয়লার )
কিছু মুভিকে রেটিং দিয়ে বিবেচনা না করার থেকে অনুভূতি দিয়ে বিবেচনা করা শ্রেয় বলে আমি মনে করি।কিছু মুভি আছে যেগুলা দেখার ইচ্ছা বা তৃপ্তি পাওয়া কখনো শেষ হয় না।
মন ভালো করে দেওয়ার মতো একটা প্রাণবন্ত এবং পুরো সময় সিনেমার ভিতর ডুবিয়ে রেখে শেষে আপনার মনে একটা তৃপ্তি সাথে কেনো শেষ হয়ে গেলো সেই আফসোস নিয়ে মনে দাগ কেটে দিয়ে যাওয়া মুভি হচ্ছে Bangalore Days।
Bangalore Days এমন একটি সিনেমা যখনই মন খারাপ থাকে তখনই দেখতে বসে যাই। কতবার দেখেছি তার হিসেব নাই যতবারই দেখি ততবারই নতুন লাগে মনে হয় প্রথমবার দেখছি।
মালায়লাম ইন্ড্রাস্টির ভালো লাগার কিছু দিক হচ্ছে তাদের ইউনিক গল্প এবং অসাধারণ সিনেমাটোগ্রাফি সাথে তো বিজিএম আছেই। এই মুভির ক্ষেত্রেও মনোমুগ্ধকর সিনেমাটোগ্রাফ , অসাধারণ বিজিএম ইউনিক গল্প সাথে কিউটের ডিব্বা নাজরিয়া নাজিম সবকিছু মিলে এককথায় চমৎকার।
এই মুভি নিয়ে অনেক রিভিউ আছে গ্রুপে তাও ভাবলাম একটা রিভিউ দিয়েই দি যাতে যারা এখনো এই মুভি দেখে নাই তাদের সুবিধা হয়।
যাওয়ার আগে শেষ একটা কথা বলে যায় অনেকের কাছে Bangalore Days এবং Charlie শুধু মুভি না এক একটা ইমোশনের নাম ।
অনেকে হয়ত খুজে পান নি বলে এখনো দেখে উঠতে পারেন নি, তারা ইনবক্স করতে পারেন ।
#হ্যাপিওয়াচিং