কোভিড ভাইরাসে মাস্ক ও সুস্থ থাকার টিপস

10 28
Avatar for Mamun512
3 years ago

প্রাণঘাতী করোনাভাইরাসে চীনের কেন্দ্রীয় হুবেই প্রদেশে আরও ৮১ জনের মৃত্যু হয়েছে। শনিবার পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২২ জনে। চীনের হুবেই প্রদেশ ও বিভিন্ন এলাকায় এই পর্যন্ত ৩৪ হাজার ৫৪৬ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

এই ভাইরাস প্রতিরোধে কোনো ওষুধ বা টিকা আর্বিষ্কার না হওয়ায় প্রতিরোধই হচ্ছে এই রোগ থেকে বাঁচার অন্যতম উপায়। এ ভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, ঘরের বাইরে মাস্ক ব্যবহার করতে হবে। তবে ভাইরাস প্রতিরোধে কিভাবে মাস্ক পরতে হবে তা আমরা অনেকেই জানি না।

ভারতীয় চিকিৎসক ডা. রোমিল এবং ডা. তরুণ সাহনি বলেন, সার্জিক্যাল মাস্ক উল্টো করে পরা উচিত নয়। সব সময় এর রঙিন দিকটা বাইরে থাকবে।

ঘর থেকে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। চিকিৎসকরা জানিয়েছেন, মাস্ক বড়দের পাশাপাশি ছোটরাও ব্যবহার করতে পারবে। তবে অবশ্যই ব্যবহারের নিয়ম জানা জরুরি।

আসুন জেনে নেই করোনাভাইরাস প্রতিরোধে চিকিৎসকদের কিছু পরামর্শ-

১. করোনাভাইরাস প্রতিরোধে গণপরিবহন ব্যবহার না করাই ভালো।

২. মাস্ক উল্টো করে পরা উচিত নয়। সব সময় এর রঙিন দিকটা বাইরে থাকবে।

৩. প্রচুর ফলের রস ও পর্যাপ্ত পানি পান করতে হবে।

৪. বাইরে থেকে ঘরে ফিরে সাবান দিয়ে হাত ধোয়া উচিত। পারলে গোসল করলে ভালো।

৫. কিছু খাওয়া কিংবা রান্নার আগে ভালো করে ধুয়ে নেওয়া, ডিম কিংবা মাংস রান্নার আগে ভালোভাবে সিদ্ধ করা।

৬. ময়লা কাপড় দ্রুত ধুয়ে ফেলা, নিয়মিত ঘর ও কাজের জায়গা পরিষ্কার রাখা।

৭. ,অপ্রয়োজনে ঘরের দরজা-জানালা খুলে না রাখা।

৮.,আক্রান্ত ব্যাক্তির সংস্প্রর্শে না যাওয়া।স্বর্দি- কাশি হলেও ঘরে থাকার পরামর্শ দিচ্ছেন তারা।

16
$ 0.00
Avatar for Mamun512
3 years ago

Comments

  1. It is better not to use public transport to prevent coronavirus.

  2. The mask should not be worn upside down. The colorful side of it will always be out.

  3. Drink plenty of fruit juice and enough water.

  4. Hands should be washed with soap when returning home from outside. If you can, it is better to take a bath.

  5. Wash well before eating or cooking anything, boil eggs or meat well before cooking.

  6. Wash dirty clothes quickly, keep house and work place clean regularly.

  7. Do not keep the doors and windows of the house open unnecessarily.

8., not to come in contact with the infected person.

Wow this nice information Thanks dear.........

$ 0.00
3 years ago

It is very dangerous

$ 0.00
3 years ago

Very important article.....carry on

$ 0.00
3 years ago

Thanks for tips

$ 0.00
3 years ago

The corona virus is a deadly disease. The World Health Organization has described it as an epidemic.

$ 0.00
3 years ago

মাস্ক পড়ো। জীবন বাচাও

$ 0.00
3 years ago

You are bro,thanks this suggested 😊☺

$ 0.00
3 years ago

Yes you are right

$ 0.00
3 years ago

Tnx you stay safe 💚

$ 0.00
3 years ago