চাঁদের গায়ে মরচে ধরেছে!

2 14
Avatar for Mahin797
3 years ago

পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ চাঁদ নিয়ে নতুন রহস্য উদঘাটন করলেন বিজ্ঞানীরা। সৌরজগতের পঞ্চম বৃহত্তম এই উপগ্রহটি গায়ে পানি-অক্সিজেন ছাড়াই মরচে ধরেছে বলে দাবি বিজ্ঞানীদের। 

বিজ্ঞানীরা বলছেন, চন্দ্রপৃষ্ঠের এই ঘটনা নতুন নয়। বহু কোটি বছরন আগে থেকেই মরচে ধরে ক্ষয় শুরু হয়েছে চাঁদের। 

ভারতীয় স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (ইসরো) চন্দ্রায়ন-১ কক্ষপথের তথ্য পর্যালোচনা করার সময় সম্প্রতি বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। 

এ নিয়ে যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়ের শীর্ষস্থানীয় গবেষক শুই লি চন্দ্রায়ন-১ এর মুন মিনারোলজি ম্যাপার যন্ত্র বা এম-৩ থেকে পাওয়া তথ্য থেকে চন্দ্রায়ণের জলের বিষয়ে বিস্তারিত গবেষণা চালান। ওইসময়ই চাঁদে মরচে ধরার বিষয়টি প্রথমবারের মতো সামনে এসেছিল। 

তবে বিজ্ঞানীরা এই ভেবে অবাক হচ্ছেন যে, চাঁদে অক্সিজেন বা জলের পর্যাপ্ত উপস্থিতি ছাড়াই কীভাবে তাতে মরচে ধরছে!

পিয়ার রিভিউ জার্নাল সায়েন্স অ্যাডভান্সে শুই লি’র নতুন গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। 

চন্দ্রপৃষ্ঠে হেমাইটাইটের উপস্থিতি ও হাইড্রোজেন রাসায়নিক বিক্রিয়ার কারণেই তার গায়ে মরচে ধরার মতো অদ্ভূত অবস্থার সৃষ্টি হতে পারে বলে ধারণা গবেষকদের। 

4
$ 0.00
Avatar for Mahin797
3 years ago

Comments

😯😯😯😯😯cool. I didn't know that. Thank you for your kind information. So the moon is having trouble issues?!

$ 0.00
3 years ago

Thanks bro for your valuable comment. Is moon is getting trouble issues it is very bad news for us.

$ 0.00
3 years ago