গন্তব্যহীন পথের খোঁজ হারিয়ে।
নাহি চায় মন ফিরতে হয় অভিশান্ত চাওনির দিকে।
আমি চেয়েছি শান্ত নদীর ধারে স্নিগ্ধ কাশে ছোয়া।
বকুল তলের সুবাস ভরা বিকালের আকাক্ষা।
আজ সুপ্ত হাসি মেলছে কেশের দোলা।
লাল শাপলার সাথে বুঝি জমেছে ভাব,
সবে শেষ কেটে যায় মাঝি মেয়ে বেলা।
সন্ধ্যার সাথে সাজি হাতে ইচ্ছের মালা গেথে
বকুল তুলে হাতে ফাকে ইচ্ছের সাজ আকে।
চাঁদএর সাথে ভাব নিয় ঘিরেছে তারকা।
বকুল তলের জোনাকি উড়ে নিয়ে আলো জ্যোসন্না।
Finding a destinationless path.
No wants to turn her mind towards Abhishanta Chaoni.
I wanted to touch the soft cough by the calm river.
Bakul floor akasaka full of fragrance in the afternoon.
Today the latent smile is matching the swing of hair.
Feeling we have 'Run out of gas' emotionally.
The boatman Bella barely finished last.
Evening with the garland of desire in the hands
He picked up the bud and put it in his hand.
The star is surrounded by the moon.
Light jyosanna with fireflies flying on the bottom of the bud.