নতুন ধানের আসর জমেছে
দিনেরশ্রমের শেষে কৃষক ভাইয়ের হাসি এসেছি
নতুন রং দেখে।সোনালী রঙের ছোঁয়া বয়েছে দিয়ে দোলা হাওয়ায় কৃষক ভাইয়ের ঘর পুরেছে, ধানের খোড়ায় খোড়ায়। কাশের ভানে নদীর ধারে রঙ যে মনে লাগে। তাই যে মাঝির মনে নতুন প্রেম গো জাগে। অল্প আশা অল্প পাওয়া অল্প পেয়ে খুশি ধানের ভানে নদীজলে পায় যে চির শান্তি। দিন ফুরালে সন্ধ্যে নামে তারায় ভরা আকাশ,
স্বপ্ন দেখে নতুন করে আশায় করে প্রকাশ। ক্লান্তি ছাড়া কঠোর শ্রমে রাত্রি দিন জাগে এইদিনকে পেলে চাষা সকল দুঃখ ভুলে। ঈর্ষা নাহি ঠকায় তাদের সকল মন মাটির সাথে করে তারা বাচার আলাপন। কৃষক ভাইয়ের হাসি তবে ফুটে যখন মুখে দেশ হাসে তার হাসিমাখা মুখটি খানি চেয়ে। খাবারের আশায় থাকি তবে চাই নি ফিরে মুখের দিকে।। চাষা তবু ফেরায় নি কবে আমাদের দিক থেকে..।। অন্ন জোগান করি নি ত্ব বুঝবো কেমন করে? বুঝতে বুঝি যেতে হবে চাষার পাশে যে..।
Marriage my dream .. i really waiting for this time. You'r this articles is motivated our Bangladesh social system & every girls. They're rights & realise them her self-respect