বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে হাই কোর্টের দেওয়া আগাম জামিন আটকাতে দুর্নীতি দমন কমিশনের আবেদনে সাড়া দেয়নি আপিল বিভাগের চেম্বার আদালত।
আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে সেখানে শুনানির জন্য ২১ সেপ্টেম্বর দিন রাখা হয়েছে।
হাই কোর্টের জামিন আদেশের বিরুদ্ধে দুদকের করা লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) শুনানির পর বিচারপতি মো. নূরুজ্জামানের ভার্চুয়াল চেম্বার আদালত বৃহস্পতিবার এ আদেশ দেয়।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। তৌফিক ইমরোজ খালিদীর পক্ষে শুনানি করেন সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদী, নোমান হোসাইন তালুকদার ও মোহাম্মদ এহসান হাবিবও ছিলেন তৌফিক ইমরোজ খালিদীর পক্ষে।
আইনজীবী খুরশীদ পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চেম্বার বিচারপতি জামিনের মেয়াদ জানতে চাইলে আমি বলেছি ২৬ অক্টোবর পর্যন্ত। কেন লিভ টু আপিল করেছি এবং কেন দেরিতে আবেদন করেছি জানতে চাইলে আমি বলেছি, আবেদনটি পরদিনই ফাইল করেছিলাম। কিন্তু আদেশের সত্যায়িত অনুলিপি পেতে দেরি হয়েছে। তখন বিচারপতি বলেছেন ২১ সেপ্টেম্বর ফুল কোর্টে শুনব।”
Best writing