যে প্রেমিকটা প্রতিমাসে তোমার পিরিয়ডের দিনটা মনে রাখে, আর ঠিকই তুমি সচেতন না থাকলেও সে তোমায় মনে করিয়ে দেয়, তোমার শরীরের যত্ন রাখতে বলে সেও কিন্তু একজন পুরুষ! পিরিয়ড সম্পর্কে তার তেমন ধারনা না থাকলেও সে কিন্তু তোমায় মনে করিয়ে দেয় "ঠান্ডা কিছু খাবেনা কিন্তু! সাবধান থাকবা!" হ্যাঁ, সে কিন্তু একজন পুরুষ।
যে বাবা তোমায় তার কাঁধে করে ছোটবেলায় স্কুলে নিয়ে গেছে, তোমার জুতোয় কাদা লাগতে দেয়নি সেও কিন্তু একজন পুরুষ!
তোমার অজান্তে যখন তোমার ব্রায়ের কালো ফিতে দেখা যাচ্ছিলো আর তা দেখে অন্যরা আড়ালে হাসাহাসি করছিলো, মজা নিচ্ছিলো তখন তোমার একজন ছেলে বন্ধুই কিন্তু ইশারা করে তোমায় সতর্ক করে দিয়েছিলো। হ্যাঁ সেও কিন্তু একজন পুরুষ!
সেদিন পাবলিক বাসে তোমার সাদা জামার পেছনে যখন অজান্তে পিরিয়ডের রক্ত ভেসে উঠেছিলো তখন যে ছেলেটা তার গায়ের জ্যাকেট খুলে এগিয়ে দিয়েছিলো কোমরে বেঁধে বাড়ি যাওয়ার জন্য, সেও কিন্তু একজন পুরুষ।
তোমার লাজুক, নীরব ভাইটিও যখন বখাটেদের কাছে তোমায় টিজ হতে দেখে ক্ষোভে ফেটে পড়েছিলো, তুমি তখন অবাক হয়ে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে দেখছিলে খালি। হ্যাঁ সেও কিন্তু একজন পুরুষ।
দু-চারটে অমানুষ আর সরীসৃপদের জন্য সমস্ত পুরুষজাতির উপর দোষারোপ করতে পারোনা তুমি। অমানুষ আর সরীসৃপদের পুরুষ বলা যায়না! পুরুষের মাঝে শয়তান যেমন আছে, দেবতাও আছে।
good post.