true

2 9

★আমাদের মায়েরা ভীষণ ই মিথ্যেবাদী;

★বাবাগুলোও দারুণ কৃপণ;

★মায়েদের নাকি কখনো আগে আগে ক্ষিদে পায় না ;

★বাবাগুলোর নাকি পাতলা, পুরনো শার্টে আরাম লাগে বেশি ;

★মায়েদের মাছের মাথা খেতে নাকি ভালো লাগে না ;

★বাবাদের নাকি ট্যাক্সিতে গেলে অস্বস্তি হয়, বাসেই নাকি ভালো;

★মায়েরা নাকি মুরগির রানের পিসটা খেতে পারেনা ;

★বাবাদের নাকি ওই কমদামি চপ্পলটাই বেশি সুন্দর লাগে ;

★মায়েদের নাকি বাইরে ঘুরতে গেলে মাথা ঘোরে ;

★বাবাদের নাকি পুরনো ভাঙা ফোনটাতেই বেশি মায়া কাজ করে ;

★মায়েদের নাকি বাইরের কোন বাহারী খাবার পেটেই সয় না ;

★বাবাদের নাকি চেইন পড়ে যাওয়া সাইকেলটাতেই চড়তে ইচ্ছে করে ;

★মায়েদের নাকি বড় মাছের বড় পিসটা খেতে গন্ধ লাগে, অথচ সবার শেষে ছোট্ট পিসটা আড়ালে খেয়ে নেয়;

কিন্তু,

★মায়েরা সন্তানের পাতে মুরগীর রান তুলে দিয়ে বলে " এটা ভালো, তুই খা "।

★বাবারা নতুন মডেলের ফোন বাজারে এলে ছেলেকে কিনে দিয়ে বলে " আধুনিক যুগ, তোর লাগবে এটা "।

★মায়েরা নিজের জন্যে আনা কাপড়টা মেয়ের জন্য রেখে দেয়, রঙিন জামা বানিয়ে দিবে।

★বাবাদের কাছে মোটরসাইকেল নাকি অকাজের জিনিস,অথচ ছেলেকে দামী বাইকে করে ভার্সিটি পাঠায়।

★মায়েরা পঁচিশ টাকার মসলাও দামাদামি করে, অথচ ছেলেকে রোজ একশো টাকা পকেটে গুঁজে দেয়।

★বাবাদের নাকি তিনবেলা খেলে শরীর ভারী হয়, অথচ সন্তানকে তিনবেলা খাওয়ানোর পায়তারা খোঁজে।

★মায়েদের নাকি জ্বর হয় না, শুধু শরীর গরম হয় ; আর সন্তানের শরীর গরম হলেও নাকি জ্বরে গা পুড়ে যায়।

★বাবাদের নাকি বাইরে চা-বিস্কুট খেলে বাড়তি খরচ হয় ,অথচ সন্তানের জন্য বিকেলের চা-নাশতা বরাদ্দ রাখে।

★সকল মিথ্যেবাদী আর ভালো থাকার

9
$ 0.00

Comments

Good

$ 0.00
3 years ago

So great written bro..... Really great.....

$ 0.00
3 years ago