School

1 30

২০৩০ সালের স্কুলের পোলাপানের

দরখাস্ত লেখার স্টাইল!

.

০১/০১/২০৩০

.

বরাবর

প্রধান শিক্ষক,

বিদ্যালয় : বিদ্যালয়ের নাম বাইরে মেইন গেটে গিয়ে দেইখা আহেন। .

বিষয় : পরীক্ষার ফি মাফ করার জন্য দরখাস্ত!! __________________­­____________

জনাব,

সালাম দিয়া লজ্জা দিলাম না। কথা হইতাছে গিয়া, বাপে আমারে ৫০০০ টাকা দিছিলো

ফিস দেওয়ার লাইগা। ১০০০টাকা দিয়া সিনেমা দেখছি, ;

১৫০০টাকা দিয়া ক্যান্টিনে পার্টি দিছি, ৫০০টাকা আমার নতুন জান পাখির মোবাইলে ফ্লেক্সি পাঠাইছি, আর ২০০০ টাকা বাজিতে হাইরা গেছি। বাজির বিষয় ছিল ঃ-ইংরেজি ম্যাডামের লগে ♡সমাজ স্যারের ইটিশ-পিটিশ চলতাছে,

এই লইয়া

বাজি ধরছিলাম। কিন্তু পরে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য মতে প্রমাণ হইলো

যে ম্যাডামের তো ইটিশ-পিটিশ

চলতাছে আপনার

লগে ♡।

এখন আপনার কাছে দুইটা রাস্তা খোলা :

হয় ফিস মাফ;

নাইলে পর্দা ফাস !!

____ __

ইতি

আপনার একান্ত অবাধ্যগত ছাত্র "খাইয়া তো আর কাম নাই",

নাম কইয়া বাঁশ খাই !!

পড়ার জন্য ধন্যবাদ!..

33


4
$ 0.00

Comments

😂😂😂😂😂

$ 0.00
4 years ago