মীনা

2 20

আজ ২৪ শে সেপ্টেম্বর, মীনা দিবস।১৯৯৮ সাল থেকে ২৪ শে সেপ্টেম্বর মীনা দিবস পালিত হয়ে আসছে। মীনা কার্টুন যেভাবে শুরু হলো : নব্বইয়ের দশকে নারীরা কর্মক্ষেত্রে যাওয়ার তেমন সুযোগ সুবিধা পেত না এমনকি নারীরা ভালো স্বাহ্যস্বাস্থ্যসেবাও পেত না ।তখন পড়ালেখার সুযোগ পেত খুব কম মেয়ে ।এই অবস্থায় থেকে রেহাই পেতে ওই দশকটাকে কন্যশিশু দিবস ঘোষণা করা হয়।শুধু আমাদের দেশেই নয় সার্কভুক্ত সাতটি দেশেই (বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান ও মালদ্বীপ ) এই ঘোষণা দেওয়া হয় । কিন্তু এ ঘোষণা বাস্তবায়নের জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থের । তহবিল গঠনের দায়িত্ব নিল জাতিসংঘ।ডেনমার্ক সরকার তখন দক্ষিণ এশিয়ার সব দেশে এনিমেটেড কার্টুন তৈরির প্রস্তাব দেন।এই প্রস্তাবে সর্বপ্রথম রাজি হয় বাংলাদেশ।ইউনিসেফের এক কর্মকর্তা এর মাধ্যমে সচেতনতা তৈরির কথা ভাবেন । মীনার জন্য বেশি ভূমিকা কিন্তু বাংলাদেশেরই । সে সময় ইউনিসেফের যোগাযোগ বিশেষজ্ঞ ছিলেন শামসুদ্দিন আহমেদ । তিনি গ্রামের এমন একটি পরিবারের কথা ভাবলেন যাতে একটি মেয়ে, একটি ছেলে,বাবা ,মা ও দাদি আছে।চরিত্রগুলো ঠিক করার পরে এবার মেয়েটির একটা নাম রাখতে হয়।এমন একটি নাম, যেটি দক্ষিণ এশিয়ার সব দেশ আপন ভাবে।মীনা নামটি শামসুদ্দিন আহমেদ নিজেই রাখলেন। বাংলাদেশ, ভারত ,নেপাল, শ্রীলঙ্কায় এমন নাম সহজেই পাওয়া যায় ।মালদ্বীপ আর পাকিস্তান ও ।কারণ সেখানে মীনা নাম চালু না থাকলেও আমিনা নাম চালু আছে ।শুধু আ বাদ দিলেই মীনা হয়ে যায়।তাই সব দেশের সস্মতিতেই মীনা রাখা হয় মেয়েটির নাম ।তারপর মেয়েটির পোষাক নিয়ে চিন্তায় পড়লো এবাই ।আমাদের দেশের কার্টুনিস্ট রফিকুন নবী মীনার পোষাক রাখেন শাড়ি । কিন্তু পাকিস্তানে শাড়ীর চলে নেই।তাই সব মিলিয়ে এমন একটি পোষাক বানানো হলো যাতে সব দেশ মিনাকে আপন ভাবতে পারে।ভারতের শিল্পী রামমোহনকে বলা হয় মীনা কার্টুনের রূপকার ।তিনি চরিত্রগুলোর অবয়ব, পোষাক-আশাক নকশা করেছিলেন ।আমাদের দেশের প্রখ্যাত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার গোড়া থেকেই মীনা কার্টুনের সঙ্গে যুক্ত ছিলেন ।প্রকল্পটির ফিল্ম ডিরেক্টর ছিলেন রামমোহন ।১৯৯২ সালে শুরু হয় মীনা কার্টুন ।তখন থেকে এখন পর্যন্ত মীনার বয়স ৯ ই আছে।গল্প লেখার কাজ শেষ হওয়ার পর নির্ধারিত হয় এর প্রথম এপিসোড হবে 'মুরগিগুলো গুনে রাখো'। মীনার ১১ টি পর্বে মীনার কন্ঠ দিয়েছেন প্রমিতা গাঙ্গুলী ।মীনার এনিমেশন এর শুরু হয় হানা বারবার ম্যানিলা স্টুডিওতে ।পরের দিকের পর্বগুলো মীনার নির্মাতা রামমোহনের স্টুডিওতে তৈরি হয়েছে ।মীনা কার্টুন প্রথম সম্প্রচার করা হয় বাংলাদেশে টেলিভিশনে।

6
$ 0.00

Comments

Mina Thanks for sharing the history of the origin of Cartoon.

$ 0.00
4 years ago

nogxjhhs hhs hhshchshxhwbc dhchshchhehd

$ 0.00
4 years ago