#বাঙালি_বলে_কথা...!!

5 13

"আমেরিকাতে রেল স্টেশন,বাসষ্ট্যান্ড প্রভৃতি জায়গায় জুতা পালিশ করার জন্য অটোম্যাটিক মেশিন রাখা আছে l

মানুষ তাদের জুতোসহ একটা পা মেশিনের ভিতর ঢুকিয়ে দেয়, মেশিন একটা ঘরঘর আওয়াজ তুলে নিমেষের মধ্যে জুতোকে চকচকে পালিশ করে দেয়, তারপর পা-টা বের করে অন্য পাটা যন্ত্রের মধ্যে ঢুকিয়ে দিলে সেই পায়ের জুতোও নিমেষের মধ্যে যন্ত্রটি চকচকে পালিশ করে দেয় l

দ্বিতীয় পায়ের জুতো পালিশ হওয়ার পর যতক্ষণ না পর্যন্ত পেমেন্ট বক্সে ধার্য্য করা ডলার ফেলা হয়, ততক্ষণ পর্যন্ত দু-নম্বর পা-টা মেশিন থেকে বের করা যায় না I

সদ্য আমেরিকায় যাওয়া এক বাঙালি বিষয়টা লক্ষ্য করে আশ্চর্য হয়ে গেলো l পাশাপাশি,সে আমেরিকানদের নির্বুদ্ধিতায় মুচকি-মুচকি হাসতে লাগলো l সে ভেবে পেলো না, এই নির্বোধ বোকা আমেরিকানরা কিভাবে সারা বিশ্বে নিজেদেরকে শ্রেষ্ঠ বলে দাবি করে ?

যাই হোক,অতঃপর ঐ বাঙালি ভাইটি গেল নিজের জুতো পালিশ করাতে I

প্রথমে সে ডান পা-টা মেশিনে ঢুকিয়ে জুতোটাকে পালিশ করে নিল I

ডান পা-টা পালিশ হওয়ার পর বাম পা-টা সে আর ওই মেশিনে ঢুকালো না I

সে চলে গেল অন্য আর একটা মেশিনে। সেখানে সে বাম পায়ের জুতোটা পালিশ করে গটগট করে হাঁটতে হাঁটতে বেরিয়ে গেল।

15
$ 0.00

Comments

Nice article, please subscribe me,I will subscribe you.

$ 0.00
User's avatar pro
3 years ago

দারুন লাগলো পোষ্টটা,আমরা যে বাঙালি তার প্রমান আরও একবার আমরা বাঙালিরা দিয়েছি,বাঙালি যে সব সময় চালাক তার প্রমান আরো একবার দিলো,আসলে আমি মনে করি বাঙালিদের মতো বুদ্ধিমান মনে হয়না পৃথিবীতে আর কেউ আছে! সালাম বস,সালাম বাঙালিদের

$ 0.00
3 years ago

you are right

$ 0.00
3 years ago

Bor i done back

$ 0.00
3 years ago

Your post is true

$ 0.00
3 years ago