দেশ জাতি ভাষা লিপি

10 19
Avatar for Madhurzo
4 years ago

বাংলা সাহিত্যের ইতিহাস হাজার বছরেরও বেশি সময়ের ঐতিহ্যসমৃদ্ধ বিস্তীর্ণ জনপদের বিচিত্র জনগোষ্ঠীর সুখ দুঃখ আনন্দ বেদনা নয়ে রচিত এক সাহিত্য সৃষ্টির ইতিহাস।বাংলা ভাষাভাষী বিভিন্ন এলাকার অধিবাসীদের আদি পুরুষেরা কবে বাংলা ভাষায় প্রথম কথা বলা শুরু করেছিল তার সঠিক দিন ক্ষন নিশ্চিত করা যায় নি।অনুমানের উপর নির্ভরশীল হয়ে পন্ডিতেরা ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন।কিন্তু বাংলা সাহিত্যের উদ্ভব কাল সম্পর্কে মতবিরোধ থাকলেও মোটামুটি সপ্তম শতক থেকে তার বিকাশ শুরু হয়ে ছিল বলে ধারণা করা যায়। বৌদ্ধ সাধুসন্যাসীদের হাতে রচিত চর্যাপদ থেকে বাংলাসাহিত্যের যে শুভ সূচনা হয়েছিল তা কালের পরিবর্তনের সাথে সাথে বিবর্তনের ও সম্প্রসারণের মধ্যে দিয়ে বিশ্বের শ্রেষ্ঠ সাহিত্যের অন্যতম বলে মর্যাদার আসনে অধিষ্ঠিত।

বাংলা সাহিত্যে বিচিত্র মানুষের হৃদয়ানুভূতির সমৃদ্ধ ফসল।বাংলা সাহিত্যের ইতিহাস বিশুদ্ধ বাঙালী জীবনের ঐতিহ্যের ধারক,বাহক এবং পরিচায়ক। একটা বিশেষ ভৌগোলিক সীমারেখার মধ্যে এই জনগোষ্ঠীর উদ্ভব ঘটলেও রাজনৈতিক পটভুমিকায় সে সীমানার যুগে যুগে অনেক পরিবর্তন ঘটেছে।একই রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে সে জনমানব বরাবর সীমাবদ্ধ থাকে নি।তাই বাংলা ভাষাভাষী অঞ্চল আজ বিভিন্ন এলাকায় বিস্তৃত হয়ে আছে। সেই সাথে বৈচিত্র এসেছে জনগণের মধ্যে। বিচিত্র বর্ণ, আকার আচরণের মানুষ বাংলা সাহিত্যে তাদের আনন্দ বেদনার গান গেয়েছে।সে সব মানুষের ধর্মে ছিল ভিন্নতা বৈচিত্র ছিল তাদের সংস্কৃতিতে।বাংলা সাহিত্যে এই বৈচিত্রের সাক্ষর বিদ্যমান। বাংলা ভাষাও সব যুগে একই বৈশিষ্ট্য ধারণ করেনি।যুগে যুগে ভাষার পরিবর্তন ঘটেছে। সে পরিবর্তনের ফল আজকের রুপ।বাংলা লিপিতেও এসেছে পরিবর্তনের ছোয়া।হাতে লেখা বইএর যুগ শেষ হয়েছে আরো আগেই।ছাপাখানার প্রচলন সাহিত্য সৃষ্টিকে করেছে আরো ত্বরান্বিত। আর আজকের সবচেয়ে আধুনিক কম্পিউটার প্রযুক্তি মুদ্রণসৌকর্যে বাংলা সাহিত্যকে নিয়ে এসেছে এক সৌন্দর্যময় গতিশীল জগতে।বাংলা সাহিত্যের ইতিহাস কে যথাযথ বুঝতে হলে বাংলা ভাষাভাষী ভুখন্ডের সমসাময়িক পরিস্থিতি সম্পর্কে সম্যক ধারণা রাখতে হবে।নইলে বিচ্ছিন্ন ভাবে সাহিত্যের গতি প্রকৃতি গভীরভাবে উপলব্ধি করা সম্ভবপর হবে না।রাজনৈতিক - অর্থনৈতিক অবস্থা,ধর্ম সাংস্কৃতিক আন্দোলন ইত্যাদির সাথে সাহিত্যের সসম্পৃক্ততা রয়েছে।ড.আনিসুজ্জামান এর মতে, "বাংলার সমাজ ও সংস্কৃতি সর্বোতমুখী বিকাশের সাথে , বাঙালীর সৃজনশীলতার ক্রমবিকাশের পটে, সাহিত্যের গতি প্রকৃতি লক্ষ করতে পারলে বাঙালীর জীবন ও চিন্তাধারার সাথে তার মর্মগত যোগ উপলব্ধি করতে পারবো।" তাই বাংলা সাহিত্যকে জানতে হলে দেশ জাতি ধর্ম সংস্কৃতি ভাষা লিপি --এ সবকিছুর সাথেই পরিচিত থাকা দরকার।

5
$ 0.00
Avatar for Madhurzo
4 years ago

Comments

আপনি নিশ্চয়ই বাংলা নিয়ে পড়াশোনা করেছেন।সেটা আপনার লেখনীতেই বোঝা যাচ্ছে। অবশ্যই বাংলা সাহিত্যকে জানতে হলে দেশ, জাতি, ধর্ম সংস্কৃতি ভাষা লিপি এসবকিছুর সাথে পরিচিত থাকতে হবে।

$ 0.00
4 years ago

Nice information. Thank you very much.

$ 0.00
4 years ago

Welcome.

$ 0.00
4 years ago

Nice information. Thank you very much.

$ 0.00
4 years ago

Wow nice. Valo likhesen ..Bangla sahitter itihash tule dhorar jonno osonkho dhonnobad.

$ 0.00
4 years ago

Thanks

$ 0.00
4 years ago

Welcome

$ 0.00
4 years ago

Nice artical

$ 0.00
4 years ago

Thanks

$ 0.00
4 years ago

Thank you so much.

$ 0.00
4 years ago