২১শে ফেব্রুয়ারি ১৯৫২
ভাষার জন্ম বুঝি ৫২- তে
বাংলাকে রাষ্ট্র ভাষারূপ দিতে
রক্তিম রক্ত বন্যা মাখামাখি রাস্তা
মৃত্যু মুখে ভয়কে ক্ষত করে নেমেছে তারা।
২১শে ফেব্রুয়ারি ১৯৫২ সাল
ফাল্গুনের বাতাস আর পলাশ রাঙা সুর্য স্নাত
রফিক জব্বার সালাম বরকত
ভাষাকে বরণ করলে লাল রক্তে
ছিনিয়ে নিতে শিক্ষেছি তোমাদের রক্ত দেখে
বিশ্বে বুঝি আর কে ভাষার রক্ত দেখে?
পরাধীনতার শিকল ভেঙে
স্বাধীনতার লাল সুর্যটি কেড়েছো
এইদিন দিন থেকেই শুরু
রক্তের ফোটায় ফোটায় দানবের দাত ভেঙো
আর নিজের ভাষা মায়ের ভাষার রক্ষাকবচ তুমি।
অন্যায়ের শৃঙ্গল ছিড়ে মুক্ত কন্ঠে বাজবে বাংলার সুর
দানবে দাবা যদি পড়ে অধিকারে তবে অধিকার যে ছিনিয়ে নিতে হবে
তাই তো দিলে ৫২ ।
তোমাদের সংগ্রামে সূচনা আমাদের স্বাধীনতার পথ।
জ্বলন্ত অগ্নি শিখার মতো জ্বালিয়ে পুড়িয়ে দিলে নড় পশুদের হাত।
তোমাদের পথে প্রশস্ত স্বাধীনতা স্বপ্ন।
প্রতিটি ঘরে ঘরে জ্বলে আজও তোমাদের প্রসঙ্গ।
২১ ফেব্রুয়ারি দিলে
দিলে মায়ের মুখের ছড়া আর দুঃখীনি বর্ণমালা
তোমাদের এনে দেওয়া ফেব্রুয়ারি স্নিগ্ধ মিশে আছে বাঙালী জাতিসত্ত্বা
আমাদের চির প্রেরণার উৎস এই রক্তিম ফেব্রুয়ারি
আজও আমরা একুশের নীড়ে ফুল সাজাই শহীদ স্মরণী।।