সুয়ারেজ এখন আর বার্সার নন
ইতালির পাসপোর্ট পেতে দেরি হওয়ায় তার জুভেন্টাসে যাওয়ার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেছে।
তারপরও বার্সেলোনায় থাকা হচ্ছে না লুইস সুয়ারেজের। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘আরএসিআই’ জানিয়েছে, সমঝোতার ভিত্তিতে সোমবার সুয়ারেজের সঙ্গে চুক্তি বাতিল করেছে বার্সেলোনা।
অর্থাৎ, উরুগুয়ের ফরোয়ার্ড এখন ফ্রি এজেন্ট! বিনা ট্রান্সফার ফি’তে পছন্দের যে কোনো ক্লাবে যোগ দিতে পারবেন তিনি।
গত মাসে বার্সেলোনার কোচের দায়িত্ব নিয়েই সুয়ারেজকে নতুন ঠিকানা খুঁজে নিতে বলেছিলেন রোনাল্ড কোমান।
সুয়ারেজ তখন ক্লাবের কাছে চুক্তির বাকি এক বছরের বেতন দাবি করে বসেন। অনেক নাটকের পর শেষ পর্যন্ত চুক্তি থেকে মুক্তি পেতে বেতনের দাবি ছেড়ে দিয়েছেন সুয়ারেজ।
অন্যদিকে বার্সেলোনা ছেড়ে দিয়েছে ট্রান্সফার ফি’র দাবি। মুক্ত সুয়ারেজ এখন তাকে পেতে আগ্রাহী ক্লাবগুলোর প্রস্তাব খতিয়ে দেখছেন।
শোনা যাচ্ছে, তার নতুন ঠিকানা হতে পারে আরেক স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ। কারণ, স্পেনে থেকে গেলে নতুন পাসপোর্টের ঝামেলায় যেতে হবে না সুয়ারেজকে।
bad news. We miss you suaraz